গত মরশুমে অস্ট্রেলিয়ার সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার হিসেবে মিচেল স্টার্ক এবং অ্যাশলে গার্ডনার যথাক্রমে অ্যালান বর্ডার ও বেলিন্ডা ক্লার্ক মেডেল পেলেন। প্রতি বছর অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারদের এই পুরষ্কার দেওয়া হয়, তবে দুই ক্রিকেটারই নিজেদের কেরিয়ারে প্রথমবার বছরের সেরা নির্বাচিত হলেন।
এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ‘দুইজনেই তাঁদের সতীর্থ, আম্পায়ার এবং মিডিয়া ব্যক্তিত্বদের ভোটে গত ১২ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রথমবার এই পুরষ্কার জিতলেন।’ স্টার্ক (১০৭ ভোটে) মাত্র এক ভোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হিরো মিচেল মার্শকে (১০৬ ভোট) পরাজিত করেন। ট্রেভিস হেড (৭২ ভোট) এই পুরষ্কারের ক্ষেত্রে তালিকায় তিন নম্বরে শেষ করেন।
স্টার্ক গত মরশুমে অজিদের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৪৩টি উইকেট নিয়েছেন, যা দ্বিতীয় স্থানে থাকা বোলারের যে ১২ বেশি। ব্যাট হাতেও অজি তারকা ২৬.৮ গড়ে মোট ২৪১ রান করেছে, যা অস্ট্রেলিয়ার হয়ে তাঁকে প্রথম ১০ জন সর্বোচ্চ স্কোরারের মধ্যে সামিল করার জন্য যথেষ্ট ছিল। শুধু অ্যালান বর্ডার পুরষ্কারই নয়, মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার সেরা ওয়ান ডে ক্রিকেটারও নির্বাচিত হন।
মহিলাদের বিভাগে স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি লাগাতার তৃতীয়বার সেরা ওয়ান ডে ক্রিকেটার হন। মহিলাদের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হন বেথ মুনি। পুরুষদের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হন মিচেল মার্শ। হেড অবশ্য যুগ্ম পুরষ্কার পান। ৫৯.৫০ গড়ে মোট ৩৫৭ রান করায় কয়েক দিন আগেই অ্যাসেজ সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিল তিনি। অস্ট্রলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার পাশপাশি সেরা ঘরোয়া ক্রিকেটারও নির্বাচিত হন হেডই। এলিস ভিলানি সেরা মহিলা ঘরোয়া ক্রিকেটার নির্বাচিত হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।