একই দিনে একই শহরে ক্রিকেট ও ফুটবলের ২টি বড় ম্যাচ আয়োজন হওয়া নিয়ে জটিলতা। তাও আবার ‘একই মালিকের’ ২টি দলের খেলতে নামার কথা দু'টি আলাদা ম্যাচে। শেষমেশ ক্রিকেটের মহাযজ্ঞের কাছে মাথা নোয়াল ফুটবল। বরং বলা ভালো যে, এক্ষেত্রে ফুটবলের সূচি বদলাতে বাধ্য করল ক্রিকেট।
১৪ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সম্মুখসমরে নামার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসির। হতে পারে এই ম্যাচেই নির্ধারিত হবে লিগ শিল্ড জিতবে কোন দল। তবে সোমবার বিসিসিআইয়ের তরফে আইপিএল ২০২৪-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণার পরেই দেখা দেয় জটিলতা।
কেননা ১৪ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের মাঠে নামার কথা। কাকতলীয় বিষয় হল, মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল হল লখনউ সুপার জায়ান্টস। অর্থাৎ, ১৪ এপ্রিল গোয়েঙ্কার ক্রিকেট দলের মাঠে নামার কথা ইডেনে এবং তাঁর ফুটবল দলের মাঠে নামার কথা যুবভারতীতে।
আরও পড়ুন:- IPL 2024: হার্দিক কি ধোনি হতে চাইছেন? পান্ডিয়ার ক্যাপ্টেন্সির ঘোর সমালোচনা শামির
এমন পরিস্থিতিতে মোহনবাগানের তরফে আইএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তাদের ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়ার। একই অনুরোধ করা হয় ২টি ম্যাচের লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব থাকা সংস্থার তরফেও। শেষমেশ সেই অনুরোধ মেনে নেওয়া হয় আইএসএল কর্তৃপক্ষের তরফে। পরিবর্তিত সূচি অনুযায়ী মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচটি একদিন পিছিয়ে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে যুবভারতীতে। অর্থাৎ, নববর্ষের দিনেই লিগ শিল্ড জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে মোহনবাগানের সামনে।
উল্লেখযোগ্য বিষয় হল, লোকসভা নির্বাচনের জন্য এমনিতেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপরে চাপ রয়েছে। তার উপর একই দিনে ২টি ম্যাচ হলে সেই চাপ আরও বাড়ত সন্দেহ নেই। অতীতে পুলিশের আপত্তিতে কলকাতায় ক্রিকেট ও ফুটবল ম্যাচের সূচি বদলানোর ঘটনাও বিরল নয়। যদিও এক্ষেত্রে পুলিশের তরফে কোনও সমস্যার কথা জানানো হয়েছিল বলে খবর নেই।
মোহনবাগান এই মুহূর্তে আইএসএল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ১৮ ম্যাচে ১২টি জয় পেয়েছে তারা। হেরেছে ৩টি ম্যাচে এবং ড্র করেছে ৩টি ম্যাচ। সুতরাং, এই মুহূর্তে ৩৯ পয়েন্ট রয়েছে মোহনবাগানের খাতায়। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। তারাও ১২টি ম্যাচে জয় তুলে নিয়েছে। তবে মুম্বই হেরেছে ২টি ম্যাচ এবং ড্র করেছে ৫টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।