প্রথমত, হঠাৎ করে গুজরাট টাইটানসের হাল ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ায় হার্দিক পান্ডিয়াকে নিয়ে ক্ষোভ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে। শুধু গুজরাট টাইনাসের সমর্থকরাই নন, বরং মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরাও হার্দিককে নিয়ে খুব একটা খুশি নন। কেননা তাঁর জন্যই রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে এমআই।
এমন পরিস্থিতিতে আইপিএল ২০২৪-এর ম্যাচ খেলতে মুম্বই ইন্ডিয়ান্স আমদাবাদে পৌঁছলে দর্শকদের চূড়ান্ত বিদ্রুপের মুখে পড়তে হয় পান্ডিয়াকে। শেষমেশ হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ হেরে বসে গুজরাট টাইটানসের কাছে। মুম্বই তাদের প্রথম ম্যাচে পরাজিত হওয়া মাত্রই ক্যাপ্টেন পান্ডিয়াকে নিয়ে অসন্তোষ দেখা দেখা নেটিজেনদের মধ্যে। এবার তাঁর ক্যাপ্টেন্সির খুঁত ধরলেন জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামি।
গত দু'বছর হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটানসের হয়ে মাঠে নামেন শামি। যদিও এবার চোটের জন্য আইপিএল ২০২৪ থেকে ছিটকে গিয়েছেন তিনি। আইপিএল শুরুর আগে হার্দিককে বিদ্রুপ করা এক সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক করে ছোটখাটো বিতর্কও বাঁধিয়ে বসেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। এবার গুজরাট বনাম মুম্বই ম্যাচ নিয়ে ক্রিকবাজে আলোচনা করার সময় হার্দিকের বিশেষ একটি সিদ্ধান্তকে মেনে নিতে পারলেন না শামি।
গুজরাট ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামেন ৭ নম্বরে। শামির দাবি, টেল এন্ডারের জায়াগায় ব্যাট না করে পান্ডিয়ার উচিত ছিল ক্যাপ্টেন হিসেবে বাড়তি দায়িত্ব নেওয়া। শামি মনে করছেন যে, হার্দিক পান্ডিয়া যদি উপরের দিকে ব্যাট করতে নামতেন, তাহলে ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াতো না। তার আগেই জিতে যেতে পারত মুম্বই।
শামি বলেন, ‘বাঁহাতি-ডানহাতির কম্বিনেশন নিয়ে বিস্তর আলোচনা হয়। তবে আমি বুঝি না এতে কী লাভ হয়। শেষ ম্যাচে প্যাট কামিন্সকে নিয়ে বহু চর্চা হয়। অন্যদের থেকে এক পা এগিয়ে থাকতে হবে আপনাকে। ভাবতে হবে যে, আমি ক্যাপ্টেন, আমার বাড়তি দায়িত্ব নেওয়া দরকার। হার্দিকের কথা যদি ধরেন, ও গুজরাট টাইটানসের হয়ে ৩-৪ নম্বরে ব্যাট করত। তাহলে মুম্বই ইন্ডিয়ান্স ৪-৫ নম্বরে ব্যাট করতে অসুবিধা কোথায়?’
শামি আরও যোগ করেন, ‘হার্দিক ৭ নম্বরে ব্যাট করতে নামছে। ওটা তো কার্যত টেল-এন্ডারদের জায়গা। যখন আপনি ৭ নম্বরে ব্যাট করতে নামেন, মাথার উপর বিরাট চাপ নিয়ে মাঠে আসতে হয়। আমি মনে করি যে, হার্দিক যদি আগে ব্যাট করতে নামত, তাহলে ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াতোই না।’
শামি দাবি করেন যে, হার্দিক যদি ধোনিকে অনুকরণ করতে চান, তাহলে ভুল করবেন। কেননা সবার পক্ষে ধোনি হওয়া সম্ভব ময়। সঞ্চালক শামির কাছে জানতে চান যে, হার্দিক পান্ডিয়া কি মহেন্দ্র সিং ধোনিকে অনুকরণ করতে চাইছেন? জবাবে তারকা পেসার বলেন, 'ধোনি ধোনিই হয়। কাউকে ওর সঙ্গে তুলনা করা বৃথা। প্রত্যেকের মাইন্ডসেট আলাদা হয়, তা সে ধোনি হোক বা কোহলি। নিজের স্কিলের উপর নির্ভর করে খেলতে নামা উচিত। গত ২টি মরশুমে তুমি ৩-৪ নম্বরে ব্যাট করতে অভ্যস্ত ছিলে। অন্তত ৫ নম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারো। তবে ৭ নম্বরে কখনই নয়।’