আমির হামজার বলটা সামনের দিকে ঠেলে দিয়েই দৌড়ে এক রান নিয়ে ফেলেন নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে তিনি ৯৯ থেকে তিন অঙ্কে পৌঁছে যান। এর পরেই উচ্ছ্বাসে ভাসেন শান্ত। দৌড় শেষ করে হেলমেট খুলে লম্বা লাফ দেন নাজমুল হোসেন শান্ত। তখন তাঁর চোখেমুখে পরিতৃপ্তির হাসি। সেই সঙ্গে শান্ত গড়ে ফেললেন বড় নজিরও।
নাজমুল হোসেন শান্ত ২৪ বছর ২৯৩ দিন বয়সে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নজির গড়ে ফেললেন। আসলে আফগানিস্তানের বিপক্ষে এর আগের ৫টি টেস্ট সেঞ্চুরির সবগুলি যে সমস্ত প্লেয়াররা করেছেন, তাঁদের সকলের বয়স ৩১ বছর বা তার বেশি। নাজমুলই প্রথম প্লেয়ার যাঁর বয়স ২৫ বছরের নীচে এবং তিনি আফগানদের বিরুদ্ধে সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসেবে শতরান হাঁকালেন।
ইনিংসের দ্বিতীয় ওভারে ক্রিজে এসেছিলেন নাজমুল শান্ত। তার পর থেকে শান্ত যেন ওডিআই মেজাজে ব্যাট করতে শুরু করেন। ১১৮ বলে সেঞ্চুরি করেন শান্ত। তাঁর ইনিংসে সাজানো ছিল ১৯টি চারে। লাঞ্চের আগে হাফসেঞ্চুরি করেছিলেন ৫৮ বলে।
আরও পড়ুন: ধোনি কি সত্যিই অবসর নিচ্ছেন? CSK-এর আবেগঘন ‘আমার অধিনায়ক’ পোস্ট নতুন জল্পনার জন্ম দিল
টেস্টে এর আগে দু'টি সেঞ্চুরি করেছিলেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রান করেছিলেন। আর ২০২১ সালে জিম্বাবোয়ের বিপক্ষে হারারেতে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে শান্ত ১৪৬ (১৭৫) করেই সাজঘরে ফিরে যান। আমির হামজার বলে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। নাজমুলের ইনিংসের হাত ধরে বাংলাদেশও বড় স্কোর করার পথে।
প্রথম দিনের শেষে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান করেছে। নাজমুল শান্ত ছাড়াও বাংলাদেশের স্কোরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন মাহমুদুল হাসান জয়। মাহমুদুল হাসান জয় ৭৬ রান করেছেন। ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ। মুশফিকুর অপরাজিত রয়েছেন ৪১ রানে। মেহেদি ৪৩ রান করে ক্রিজে রয়েছেন।
আফগানিস্তানের হয়ে নিজাত মাসুদ ২টি উইকেট নিয়েছেন। জহির খান, আমির হামজা, রহমত শাহ একটি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।