আবু ধাবি টি-১০ লিগে ব্যাট হাতে ঝড় তুললেন কিংস ইলেভেন পঞ্জাবের ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান নিকোলাস পুরান। একসময় ১৩ বলে ৪৮ রান তুলে ফেলা পুরান শেষমেশ ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ১৬ বলে।
নর্দান ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিতে নেমে পুরান দিল্লি বুলসের বিরুদ্ধে ২১ বলে ৫৪ রান করে আউট হন। তাঁকে সাজঘরে ফেরান ডোয়েন ব্র্যাভো। নিজের আগ্রাসী ইনিংসে তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন। পুরান মহম্মদ নবির এক ওভারে ৩টি ছক্কা ও ১টি চার মারেন। পরে আলি খানের এক ওভারে ২টি ছক্কা ও ১টি বাউন্ডারি মারেন তিনি।
টি-১০ ক্রিকেটে পুরান এর আগেও একবার ১৬ বলে পঞ্চাশ রান করেছেন। সেদিক থেকে নিজের পুরনো নজির ছুঁলেন তিনি।
দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ওয়ারিয়র্স ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে। ব্রেন্ডন কিং ১৮, রোভম্যান পাওয়েল অপরাজিত ২৪ ও ফ্যাবিয়ান অ্যালেন অপরাজিত ২৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি বুলস ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০৫ রান তোলে। রবি বোপারা ৩৬ রান করেন। ওয়েনি পার্নেল ১৫ রানে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হন পুরান।