দিওয়ালির শুভেচ্ছা এল সূদুর সার্বিয়া থেকে, আলোর উৎসবে সকলকে অভিনন্দন জকোভিচের
1 মিনিটে পড়ুন . Updated: 05 Nov 2021, 02:06 PM IST- নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানান বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
শুভব্রত মুখার্জি
সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দিওয়ালি। কলকাতা থেকে দিল্লি, মুম্বই থেকে ব্যাঙ্গালুরু সর্বত্রই আলোর মালাতে সেজেছে। এমন খুশির আবহে সুদূর সার্বিয়া থেকে সকলের জন্য এল শুভেচ্ছা বার্তা। লন টেনিসের জীবন্ত কিংবদন্তি নোভাক জকোভিচ তাঁর সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।
ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় উৎসব দিওয়ালি। এই দিনটিতে আলোয় আলোয় ভরে ওঠে চারদিক, কেটে যায় সমস্ত অন্ধকার। করোনা আবহেও উৎসবের আনন্দে এতটুকুও ভাটা পড়েনি। এমন আবহে দাঁড়িয়ে নোভাক জকোভিচ তাঁর টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখেন, 'প্রত্যেককে জানাই হ্যাপি দিওয়ালি। যারা এই উৎসবে আনন্দ করছে সকলকে আমার শুভেচ্ছা। আপনাদের জন্য শান্তি, ভালবাসা এবং জীবন আলোকময় হয়ে ওঠার শুভেচ্ছা রইল।'
শুভব্রত মুখার্জি
সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দিওয়ালি। কলকাতা থেকে দিল্লি, মুম্বই থেকে ব্যাঙ্গালুরু সর্বত্রই আলোর মালাতে সেজেছে। এমন খুশির আবহে সুদূর সার্বিয়া থেকে সকলের জন্য এল শুভেচ্ছা বার্তা। লন টেনিসের জীবন্ত কিংবদন্তি নোভাক জকোভিচ তাঁর সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন।
ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় উৎসব দিওয়ালি। এই দিনটিতে আলোয় আলোয় ভরে ওঠে চারদিক, কেটে যায় সমস্ত অন্ধকার। করোনা আবহেও উৎসবের আনন্দে এতটুকুও ভাটা পড়েনি। এমন আবহে দাঁড়িয়ে নোভাক জকোভিচ তাঁর টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখেন, 'প্রত্যেককে জানাই হ্যাপি দিওয়ালি। যারা এই উৎসবে আনন্দ করছে সকলকে আমার শুভেচ্ছা। আপনাদের জন্য শান্তি, ভালবাসা এবং জীবন আলোকময় হয়ে ওঠার শুভেচ্ছা রইল।'|#+|
উল্লেখ্য, এই মুহূর্তে ২০টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী জকোভিচ আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন কিনা, তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে। কারণ, ভিক্টোরিয়া প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়ে দেন ভ্যাকসিন না নেওয়া থাকলে কোন ক্রীড়াবিদের খেলা হবে না অস্ট্রেলিয়ান ওপেনে। যদিও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছিলেন ১৪ দিনের নিভৃতবাসে থেকেই খেলা যাবে অস্ট্রেলিয়ান ওপেনে। এইসব কিছু শোনার পরে নোভাক জানিয়েছেন টেনিস অস্ট্রেলিয়ার অফিসিয়াল বিবৃতি শোনার পরেই তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।