বাংলা নিউজ > ময়দান > নিউজিল্যান্ড শিবিরে মোক্ষম আঘাত এবাদতের, ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের সামনে

নিউজিল্যান্ড শিবিরে মোক্ষম আঘাত এবাদতের, ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের সামনে

দাপট বজায় বাংলাদেশের। ছবি- আইসিসি।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে কোণঠাসা করেন এবাদত হোসেন।

প্রথম ইনিংসের বড়সড় খামতি মিটিয়ে নিউজিল্যান্ড যখন দ্বিতীয় ইনিংসে পালটা লড়াইয়ের চেষ্টায় রয়েছে, ঠিক সেই সময়ে কিউয়ি শিবিরে মোক্ষম আঘাত হানেন এবাদত হোসেন। চতুর্থ দিনের শেষবেলায় মূলত এবাদতের দুর্দান্ত একটা স্পেলই বাংলাদেশ শিবিরে ঐতিহাসিক টেস্ট জয়ের গন্ধ এনে দেয়।

নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৪০১ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে চতুর্থ দিনে বাংলাদেশ অল-আউট হয়ে যায় ৪৫৮ রানে। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ১৩০ রানে এগিয়ে থাকেন মোমিনুলরা।

বাংলাদেশের হয়ে মাহমুদুল হাসান ৭৮, নাজমুল হোসেন ৬৮, মোমিনুল হক ৮৮, লিটন দাস ৮৬ ও মেহেদি হাসান ৪৭ রান করেন। বোল্ট ৪টি, ওয়াগনার ৩টি, সাউদি ২টি এবং জেমিসন ১টি উইকেট নেন।

নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একসময় ২ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলে ফেলে। তবে দিনের শেষবেলায় ১১ রানের মধ্যে তারা ৩টি উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। এবাদত পরপর ফিরিয়ে দেন উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলকে। তারও আগে তিনি তুলে নেন ডেভন কনওয়ের উইকেটটিও।

আপাতত চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। অর্থাৎ, মাত্র ১৭ রানের লিড রয়েছে কিউয়িদের হাতে। শেষ দিনে নিউজিল্যান্ডকে দ্রুত অল-আউট করতে পারলে বাংলাদেশ জয় তুলে নিতে পারে প্রথম টেস্টে।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং ৬৯ রান করে আউট হন। ৩৭ রানে অপরাজিত রয়েছেন রস টেলর। এবাদত ৩৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

বন্ধ করুন