ফের ভারতীয় হকিতে শোকের ছায়া নেমে এল। প্রয়াত হলেন ১৯৭৫ সালে কুয়ালালামপুরে আয়োজিত হকি বিশ্বকাপে সোনা জয়ী ভারতীয় দলের তারকা ভারিন্দর সিং। মঙ্গলবার জলন্ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় দলের হয়ে ভারিন্দরের ঝুলিতে রয়েছে বহু সাফল্য। ভারিন্দর সিং-এর প্রয়াণে শোক প্রকাশ করেছে হকি ইন্ডিয়া।
সাতের দশকে ভারতীয় হকি দলের হয়ে একাধিক সাফল্য পেয়েছেন ভারিন্দর। ১৯৭৫ সালে কুয়ালালামপুরে আয়োজিত হকি বিশ্বকাপে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। সেই একবারই বিশ্বকাপের মঞ্চে সোনা জিতেছিল ভারতীয় হকি দল। তাও আবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে।
আরও পড়ুন: আসন্ন কমনওয়েলথের মহিলা হকি দল ঘোষণা ভারতের, বাদ পড়লেন রানি রামপাল
এ ছাড়াও ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারত। সেই ভারতীয় দলেরও সদস্য ছিলেন ভারিন্দর সিং। আমস্টার্ডামে আয়োজিত ১৯৭৩ হকি বিশ্বকাপে, ১৯৭৪ সালে তেহরানে এবং ১৯৭৮ সালে ব্যাঙ্ককে আয়োজিত এশিয়ান গেমসে রূপো জয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন ভারিন্দর। ১৯৭৫ মন্ট্রিয়াল অলিম্পিক্সেও ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। একটা দীর্ঘ সময়ে ভারতীয় হকি দলের সাফল্যে অনস্বীকার্য অবদান রাখতে ২০০৭ সালে ধ্যানচাঁদ জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।