বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: মেরি কম, সিন্ধুর দুরন্ত জয়ের দিনেও বিস্ময় হার সানিয়া মির্জাদের
ডোমিনিকান রিপাবলিকের প্রতিপক্ষকে পরাস্ত করেন মেরি কম। ছবি- পিটিআই। (PTI)

Tokyo 2020: মেরি কম, সিন্ধুর দুরন্ত জয়ের দিনেও বিস্ময় হার সানিয়া মির্জাদের

১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হন মনু ভাকের ও যশস্বীনি দেসওয়াল।
  • ব্যাডমিন্টনের প্রথম ম্যাচে দাপুটে জয় পিভি সিন্ধুর, টেবিল টেনিসে জয় মনিকার।
  • টেনিসের প্রথম ম্যাচে অবাক হার সানিয়া-অঙ্কিতার।
  • হকিতে অজিদের কাছে ৭-১ গোলে পর্যদুস্ত হল ভারত।
  • ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে জায়গা পাকা করতে ব্যর্থ শ্রীহরি ও মানা দু'জনেই।
  • সরকারিভাবে দ্বিতীয় দিনে নিজেদের ম্যাচে দুরন্ত জয় পেয়েছন মেরি কম, পিভি সিন্ধু। তবে প্রথম সেট ৬-০ জিতলেও ম্যাচ হারতে হয় সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না জুটিকে। অপরদিকে, জি সাথিয়ান ম্যাচ হারলেও তৃতীয় রাউন্ডে নিজের জায়গা পাকা করেন মনিকা বাত্রা। সাঁতারে চুড়ান্ত হতাশ করেন শ্রীহরি নটরাজ ও মানা প্যাটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে পর্যদুস্ত হয় ভারতীয় হকি দল। ভাগ্যের কাছে নতি স্বীকার করতে হয় মনু ভাকেরকেও।

    25 Jul 2021, 05:05:18 PM IST

    ব্যর্থ শ্রীহরি নটরাজ

    সেমিফাইনালে জায়গা পাকা করতে ব্যর্থ শ্রীহরি নটরাজ। ৪১ জনের মধ্যে ২৭ নম্বরে শেষ করেন তিনি। সময় নেন ৫৪.৩১ সেকেন্ড, যা লিডার কিলিমেন্টের থেকে ২.১৬ সেকেন্ড বেশি।

    25 Jul 2021, 04:47:19 PM IST

    পঞ্চম স্থানে শ্রীহরি নটরাজ

    পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে হিট ৩-এ পঞ্চম স্থানে শ্রীহরি নটরাজ। তাঁর সময় ৫৪.৩১।

    25 Jul 2021, 04:41:28 PM IST

    লজ্জার হার ভারতের

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হল ভারতীয় হকি দল। শুরু থেকেই দাপট বজায় রেখেছিল অজিরা। গোটা ম্যাচ জুড়ে তাদের বিরুদ্ধে কার্যত টিকতে পারেনি ভারতীয়রা।  

    25 Jul 2021, 04:29:39 PM IST

    আরও এক গোল অস্ট্রেলিয়ার

    তীব্র গতিবেগে ধেয়ে আসা শট রুখতে ব্যর্থ হন শ্রীজেশ। মুশকিল জায়গা থেকে গোল করেন টিম ব্র্যান্ড। বর্তমান স্কোর অস্ট্রেলিয়ার পক্ষে ৭-১।

    25 Jul 2021, 04:20:46 PM IST

    সেমিফাইনালে যোগ্যতা অর্জনে ব্যর্থ মানা

    হতাশ করলেন মানা। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৪৩ জনের মধ্যে ৩৯ নম্বরে শেষ করলেন ভারতীয় সাঁতারু। লিডারের থেকে ৭ মিনিট ৩২ সেকেন্ড পিছনে ছিলেন মানা। ফলে স্বাভাবিকভাবেই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন তিনি।

    25 Jul 2021, 04:17:44 PM IST

    জয়ের আশা শেষ, ৬-১ পিছিয়ে ভারত

    আবারও পেনাল্টি থেকে গোল করল অস্ট্রেলিয়া। শ্রীজেশের প্রচেষ্টা সত্ত্বেও কোন লাভ হয়নি। বর্তমান স্কোর ৬-১।

    25 Jul 2021, 04:10:59 PM IST

    পেনাল্টি থেকে গোল করে ৫-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া

    প্রথমে ভারত পেনাল্টি পেলেও মনপ্রীত সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি। তবে সুযোগ হাতছাড়া করেননি অজিরা। কয়েক মুহূর্ত পরেই নিজেদের প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে ৫-১ এগিয়ে গেলেন তাঁরা। ভারতের ম্যাচে ফেরার আশা কার্যত শেষ।

    25 Jul 2021, 03:58:15 PM IST

    এক গোল শোধ ভারতের

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশেষে খাতা খুলল ভারতীয় পুরুষ হকি দলের। ভারতের হয়ে গোল করলেন দিলপ্রীত। বর্তমান স্কোরা অস্ট্রেলিয়ার পক্ষে ৪-১।

    25 Jul 2021, 03:49:33 PM IST

    ১০০ মিটার ব্যাকস্ট্রোকে দ্বিতীয় স্থানে মানা

    মহিলাদের সাঁতারে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে মানা প্যাটেল হিট ৩-এ দ্বিতীয় স্থানে শেষ করলেন। তাঁর সময় ১:০৫.২০। এই ইভেন্টে সেরা ১৬ জন সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেবেন। 

    25 Jul 2021, 03:38:05 PM IST

    ফের গোল খেল ভারত

    দ্বিতীয় কোয়ার্টারে ক্রমাগত আক্রমণে ভারতের রক্ষণকে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়া। ২৬ মিনিটে জোশুয়া বেল্টজ গোল করলে অস্ট্রেলিয়া ৪-০ গোলে এগিয়ে যায়। প্রথম কোয়ার্টারে একটি এবং দ্বিতীয় কোয়ার্টারে এই নিয়ে তিনটি গোল করে অস্ট্রেলিয়া। 

    25 Jul 2021, 03:32:13 PM IST

    হকিতে ০-৩ গোলে পিছিয়ে ভারত

    দ্বিতীয় কোয়ার্টারে আরও দু'টি গোল হজম করে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ০-৩ গোলে পিছিয়ে ভারত। ২১ মিনিটে গোল করেন জেরেমি থমাস। ২৩ মিনিটে গোল করেন ফ্লাইন অ্যান্ড্রু।

    25 Jul 2021, 03:26:05 PM IST

    মণীশের হার

    ছেলেদের লাইটওয়েট বিভাগে হেরে গেলেন মণীশ কৌশিক। তৃতীয় রাউন্ডে পাঁচ বিচারকের একতরফা রায় যায় ব্রিটিশ বক্সার লিউক ম্যাককোরম্যাকের দিকে। ফলে ব্লু কর্ণারের বক্সার ম্যাচ জেতেন ৪-১ ব্যবধানে।

    25 Jul 2021, 03:23:54 PM IST

    প্রথম কোয়ার্টারের খেলা শেষ

    হকির প্রথম কোয়ার্টারের খেলা শেষ। ভারত পিছিয়ে ০-১ গোলে। ১৩ মিনিটের মাথায় দলের পতন রোধ করেন শ্রীজেশ। ১৫ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার কাজে লাগাতে পারেনি ভারত।

    25 Jul 2021, 03:21:23 PM IST

    দ্বিতীয় রাউন্ডে লড়াইয়ে ফিরলেন মণীশ

    বক্সিংয়ের দ্বিতীয় রাউন্ডে আধিপত্য দেখালেন ভারতীয় তারকা। এবার তিনজন বিচারকের রায় নিজের অনুকূলে টেনে নেন মণীশ। যদিও দু'জন বিচারক এগিয়ে রাখেন ব্রিটিশ বক্সারকে।

    25 Jul 2021, 03:18:38 PM IST

    প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেন মণীশ

    প্রথম রাউন্ডে তুল্যমূল্য লড়াই চালিয়েও পিছিয়ে পড়লেন মণীশ। পাঁচ বিচারকের মধ্যে তিনজন রায় দেয় ব্রিটিশ বক্সারের পক্ষে। মণীশকে এগিয়ে রাখেন দু'জন বিচারক।

    25 Jul 2021, 03:16:37 PM IST

    হকিতে পিছিয়ে পড়ল ভারত

    শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ল ভারত। ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করেন ড্যানিয়েল জেমস। যদিও তার আগে ৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে অস্ট্রেলিয়ার জালে বল জড়িয়েছিল ভারত। তবে গোল বাতিল হয়। আপাতত অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ গোলে।

    25 Jul 2021, 03:11:51 PM IST

    বক্সিংয়ে মণীশ কৌশিকের লড়াই শুরু

    ছেলেদের লাইটওয়েট বিভাগে মণীশ কৌশিকের লড়াই শুরু। ভারতীয় বক্সার রিংয়ে নেমেছেন গ্রেট ব্রিটেনের লিউক ম্যাককোরম্যাকের বিরুদ্ধে। মণীশ রয়েছেন রেড কর্ণারে। তাঁর ব্রিটিশ প্রতিপক্ষ ব্লু কর্ণারে।

    25 Jul 2021, 03:08:58 PM IST

    ভারত-অস্ট্রেলিয়া হকি ম্যাচ শুরু

    দু'দেশের জাতীয় সঙ্গীতের পর ছেলেদের পুল-এ'র ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুরু। ম্যাচের প্রথম চার মিনিটের মধ্যেই ভারতের ডি বক্সে আক্রমণ শানায় অস্ট্রেলিয়া। যদিও ভারতীয় ডিফেন্ডারদের পরাস্ত করা সম্ভব হয়নি।

    25 Jul 2021, 02:58:06 PM IST

    হকির প্রথম একাদশ

    হকিতে ছেলেদের পুল-এ'র ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। গত ম্যাচে নিুজিল্যান্ডকে পরাজিত করেছেন মনপ্রীতরা। অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম একাদশ: মনপ্রীত সিং (ক্যাপ্টেন), শ্রীজেশ (গোলকিপার), মনদীপ সিং, দিলপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শামশের সিং, অমিত রোহিদাস, রুপিন্দর পাল সিং, হরমনপ্রীত সিং, সুরেন্দ্র কুমার।

    25 Jul 2021, 02:35:42 PM IST

    দাপুটে জয় জেরেভের

    টেনিসের মেনস সিঙ্গলসের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের য়িয়েন-সুন লুকে স্ট্রেট সেটে পরাজিত করেন জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ। চতুর্থ বাচাই জেরেভ ম্যাচ জেতেন ৬-১, ৬-৩ সেটে। দু'টি সেট স্থায়ী হয় যথাক্রমে ২৪ ও ৩৫ মিনিট।

    25 Jul 2021, 02:32:37 PM IST

    সহজ জয় ওসাকার

    টেনিসের ওমেনস সিঙ্গলসের প্রথম ম্যাচে সহজ জয় নাওমি ওসাকার। চিনের সাইসাই ঝেংকে ৬-১, ৬-৪ স্ট্রেট সেটে পরাজিত করেন দ্বিতীয় বাছাই জাপানি তারকা। দু'টি সেট স্থায়ী হয় যথাক্রমে ৩২ ও ৫৫ মিনিট।

    25 Jul 2021, 02:21:26 PM IST

    সেইলিংয়ের রেস ওয়ানে ১৪ নম্বরে বিষ্ণু

    ছেলেদের ওয়ান পার্সন লেজার হিটের রেস ওয়ানে ১৪ নম্বরে শেষ করেন ভারতের বিষ্ণু সারাভানান। রবিবারই এই ইভেন্টের রেস টু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়।

    25 Jul 2021, 01:48:17 PM IST

    দাপুটে জয় মেরি কমের

    তৃতীয় রাউন্ডে আগ্রাসী মেরি কমকে সামলানো অসম্ভব দেখায় তাঁর প্রতিপক্ষের পক্ষে। রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। তৃতীয় রাউন্ডে পাঁচ বিচারকই রায় দেন মেরির পক্ষে। ফলে ৪-১ ব্যবধানে প্রথম ম্যাচ জিতে নেন মেরি কম এবং প্রি-কোয়ার্টারে প্রবেশ করেন। শেষ ষোলোয় মেরি কম রিংয়ে নামবেন কলম্বিয়ার ইংগ্রিট লরেনা ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়ার।

    25 Jul 2021, 01:42:25 PM IST

    দ্বিতীয় রাউন্ডেও লিড নিলেন মেরি কম

    প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও লিড নিলেন মেরি কম। তিনজন বিচারক মেরিকে এগিয়ে রাখেন। দু'জন এগিয়ে রাখেন ব্লু কর্ণারে থাকা ডমিনিকান রিপাবলিকের বক্সারকে।

    25 Jul 2021, 01:40:58 PM IST

    প্রথম রাউন্ডে এগিয়ে মেরি

    প্রথম রাউন্ডে পাঁচ জনের মধ্যে তিনজন বিচারক এগিয়ে রাখলেন ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা লন্ডন অলিম্পক্সের ব্রোঞ্জ জয়ী এমসি মেরি কমকে। দু'জনের খাতায় এগিয়ে হার্নান্ডেজ গার্সিয়া। 

    25 Jul 2021, 01:38:42 PM IST

    বক্সিংয়ে লড়াই শুরু মেরি কমের

    বক্সিংয়ে মেয়েদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগে লড়াই শুরু মেরি কমের। প্রথম ম্যাচে মেরির প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্ডেজ গার্সিয়া। রেড কর্ণারে মেরি কম। ব্লু কর্ণারে তাঁর প্রতিপক্ষ।

    25 Jul 2021, 01:24:59 PM IST

    উত্তেজক জয় মনিকার

    টেবিল টেনিসে ওমেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উত্তেজক জয় তুলে নিলেন মনিকা বাত্রা। ইউক্রেনের মার্গারিটা পেসোত্স্কাকে ৪-১১, ৪-১১, ১১-৭, ১২-১০, ৮-১১, ১১-৫, ১১-৭ গেমে পরাজিত করেন ভারতীয় তারকা। তৃতীয় রাউন্ডে মনিকা মুখোমুখি হবেন বিশ্বের ১৬ নম্বর তারকা সোফিয়া পলকানোভার।

    25 Jul 2021, 01:20:49 PM IST

    ষষ্ঠ গেমে জয় মনিকার

    রুদ্ধশ্বাস লড়াই। ষষ্ঠ গেম জিতে পুনরায় ম্যাচে সমতা ফেরালেন মনিকা। ৭ মিনিটের লড়াইয়ে ১১-৫ ব্যবধানে ষষ্ঠ গেম জিতে নেন ভারতীয় তারকা। ম্যাচ দাঁড়িয়ে ৩-৩ সমতায়। খেলা গড়াল নির্ণায়ক সপ্তম গেমে।

    25 Jul 2021, 01:19:02 PM IST

    পঞ্চম গেমে হার মানিকার

    পঞ্চম গেমে হেরে ফের ২-৩'এ পিছিয়ে পড়লেন মনিকা বাত্রা। ইউক্রেনের প্রতিপক্ষের কাছে ৮ মিনিটের লড়াইয়ে তিনি পঞ্চম গেম হারেন ৮-১১ পয়েন্টের ব্যবধানে। 

    25 Jul 2021, 01:12:00 PM IST

    সেইলিংয়ের দ্বিতীয় রাউন্ডে উন্নতি করলেন নেত্র

    সেইলিংয়ে মেয়েদের লেজার রেডিয়াল হিটের প্রথম রেসে ৩৩ নম্বরে শেষ করেন ভারতের নেত্র কুমানান। দ্বিতীয় রেসে তিনি শেষ করেন ১৬ নম্বরে। দু'রাউন্ডের শেষে নেত্র রয়েছেন ২৭ নম্বরে। ১০ রাউন্ডের শেষে প্রথম ১০টি দল মেডের রাউন্ডে প্রবেশ করবে।

    25 Jul 2021, 01:00:15 PM IST

    চতুর্থ গেম জিতলেন মনিকা

    প্রথম দু'টি গেম হারার পর কোণঠাসা হয়ে পড়েছিলেন মনিকা বাত্রা। তবে পরের দু'টি গেম জিতে ম্যাচে ২-২ সমতা ফেরালেন ভারতীয় তারকা। চতুর্থ গেম ১২-১০ পয়েন্টে জিতে নেন মনিকা। লড়াই চলে ১১ মিনিট।

    25 Jul 2021, 12:50:59 PM IST

    তৃতীয় রাউন্ডের শেষে ১১ নম্বরে অঙ্গদ

    স্কিট ইভেন্টের কোয়ালিফিকেশনের তৃতীয় রাউন্ডে মাইরাজ আহমেদ খান মাত্র ২২ পয়েন্ট সংগ্রহ করেন। সাকুল্যে তাঁর স্কোর দাঁড়ায় ৭১ পয়েন্ট। অঙ্গদ তৃতীয় রাউন্ডে ২৪ পয়েন্ট সংগ্রহ করেন। তাঁর সার্বিক স্কোর ৭৩। অঙ্গদ রয়েছেন ১১ নম্বরে। মাইরাজ রয়েছেন ২৫ নম্বরে।

    25 Jul 2021, 12:47:57 PM IST

    তৃতীয় গেমে জয় মনিকার

    তৃতীয় গেম জিতে ম্যাচে ফিরলেন মনিকা বাত্রা। তিনি ৭ মিনিটের লড়াইয়ে তৃতীয় গেম জিতে নেন ১১-৭ পয়েন্টের ব্যবধানে। যদিও ম্যাচে মনিকা এখনও পিছিয়ে ১-২ গেমে।

    25 Jul 2021, 12:46:30 PM IST

    প্রথম দু'টি গেমে হার মনিকার

    ইউক্রেনের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেম ৪-১১ ব্যবধানে হেরে বসেন মনিকা। দ্বিতীয় গেমেও ৪-১১ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। দু'টি গেম স্থায়ী হয় যথাক্রমে ৫ ও ৬ মিনিট।

    25 Jul 2021, 12:37:22 PM IST

    টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে লড়াই শুরু মনিকার

    টেবিল টেনিসে ওমেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে লড়াই শুরু মনিকা বাত্রার। দ্বিতীয় রাউন্ডে মনিতার প্রতিপক্ষ ইউক্রেনের মার্গারিটা পেসোত্স্কা। আগের দিন প্রথম রাউন্ডে মনিকা হারিয়েছেন ব্রিটেনের টিন-টিন হো'কে।

    25 Jul 2021, 11:47:50 AM IST

    দ্বিতীয় রাউন্ডের শেষ একই জায়গায় দাঁড়িয়ে মাইরাজ-অঙ্গদ

    শুটিংয়ের ছেলেদের স্কিট ইভেন্টের কোয়ালিফিকেশনের প্রথম রাউন্ডে ২৫ পয়েন্ট সংগ্রহ করেন মাইরাজ আহমেদ খান। তিনি দ্বিতীয় রাউন্ডে সংগ্রহ করেন ২৪ পয়েন্ট। দুই রাউন্ডের শেষে তাঁর সংগ্রহ সাকুল্যে ৪৯ পয়েন্ট। অন্যদিকে, এই ইভেন্টের প্রথম রাউন্ডে অঙ্গদের সংগ্রহ ২৪ ছিল পয়েন্ট। তিনি দ্বিতীয় রাউন্ডে ২৫ পয়েন্ট সংগ্রহ করেন। ফলে দুই রাউন্ডের শেষে তাঁরও সংগ্রহ ৪৯ পয়েন্ট।

    25 Jul 2021, 11:39:55 AM IST

    লড়ে হার সাথিয়ানের

    সপ্তম গেমেও হার মানলেন জি সাথিয়ান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে জয় তুলে নিলেন সিউ হ্যাং। টেবিল টেনিসে মেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে জি সাথিয়ান পরাজিত হলেন ৭-১১, ১১-৭, ১১-৪, ১১-৫, ৯-১১, ১০-১২, ৬-১১ গেমে। প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন ভারতীয় তারকা।

    25 Jul 2021, 11:32:12 AM IST

    ষষ্ঠ গেমে হার সাথিয়ানের

    হাড্ডাহাড্ডি লড়াই টেবিল টেনিসে। ১২-১০ ব্যবধানে ষষ্ঠ গেম জিতে সাথিয়ানের বিরুদ্ধে সিঙ্গলস ম্যাচে ৩-৩ সমতা ফেরালেন হংকংয়ের সিউ হ্যাং। ষষ্ঠ গেম স্থায়ী হয় ১১ মিনিট। ম্যাচ গড়াল নির্ণায়ক সপ্তম গেমে।

    25 Jul 2021, 11:16:19 AM IST

    পঞ্চম গেমে হার সাথিয়ানের

    প্রথম গেমে হারের পর টানা তিনটি গেম জিতে ম্যাচে ৩-১ লিড নিয়েছিলেন জি সাথিয়ান। তবে পঞ্চম গেমে জয় তুলে নিয়ে ম্যাচে ব্যবধান কমালেন হংকংয়ের তারকা। পঞ্চম সেট ৯-১১ পয়েন্টে হার মানেন সাথিয়ান। ম্যাচে এখনও সাথিয়ান এগিয়ে ৩-২ গেমে।

    25 Jul 2021, 11:04:56 AM IST

    চতুর্থ গেম জিতলেন সাথিয়ান

    প্রথম গেম হেরে পিছিয়ে পড়েছিলেন জি সাথিয়ান। তবে পরের তিনটি গেম জিতে ম্যাচে চালকের আসনে ভারতীয় টেবিল টেনিস তারকা। তিনি চতুর্থ গেম জিতলেন ১১-৫ পয়েন্টের ব্যবধানে। সেই সঙ্গে ম্যাচে ৩-১ গেমে এগিয়ে যান ভারতীয় তারকা। চতুর্থ গেম স্থায়ী হয় ৬ মিনিট।

    25 Jul 2021, 10:57:34 AM IST

    লিড নিলেন সাথিয়ান

    তৃতীয় গেম জিতে নিয়ে ২-১ লিড নিলেন জি সাথিয়ান। মাত্র ৬ মিনিটে তৃতীয় গেম ১১-৪ ব্যবধানে কপেটে পোরেন ভারতীয় টেবিল টেনিস তারকা। তৃতীয় গেমে হংকংয়ের তারকাকে রীতিমতো অসহায় দেখায়।

    25 Jul 2021, 10:55:48 AM IST

    দ্বিতীয় গেমে জয় সাথিয়ানের

    প্রথম গেমে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ান সাথিয়ান। দ্বিতীয় গেমে হংকংয়ের প্রতিপক্ষকে ১১-৭ ব্যবধানে পরাস্ত করেন ভারতীয় তারকা। ৮ মিনিট স্থায়ী হয় দ্বিতীয় গেম।

    25 Jul 2021, 10:54:37 AM IST

    প্রথম গেমে হার সাথিয়ানের

    হংকংয়ের সিউ হ্যাং লামের বিরুদ্ধে টেবিল টেনিসের প্রথম গেমে হার মানেন জি সাথিয়ান। ৭ মিনিটের লড়াইয়ে ১১-৭ পয়েন্টে প্রথম গেম জিতে নেন হংকংয়ের টেবিল টেনিস তারকা।

    25 Jul 2021, 10:46:59 AM IST

    ফাইনালে উঠতে পারলেন না দীপকরা

    ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে পারলেন না ভারতের দুই শুটার দীপক কুমার ও দিব্যাংশ পানওয়ার। দীপক ৬২৪.৭ পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে থাকেন। দিব্যাংশ ৬২২.৮ পয়েন্ট নিয়ে ৩৮ নম্বরে থাকেন। প্রথম ৮ জন শুটার ফাইনালের যোগ্যতা অর্জন করেন। দ্বিতীয় দিনে শুটিংয়ের দু'টি মেডেল ইভেন্ট থেকে খালি হাতে ফিরতে হল ভারতকে।

    25 Jul 2021, 10:44:46 AM IST

    শুটিংয়ের শেষ সিরিজেও সাদামাটা দীপকরা

    শেষ সিরিজে দীপক সংগ্রহ করেন ১০৫.৩ পয়েন্ট। তাঁর সার্বিক স্কোর দাঁড়ায় ৬২৪.৭ পয়েন্ট। দিব্যাংশ শেষ সিরিজে তুলে নেন ১০৩.৬ পয়েন্ট। তাঁর সার্বিক স্কোর ৬২২.৮ পয়েন্ট।

    25 Jul 2021, 10:42:15 AM IST

    টেবিল টেনিসে জি সাথিয়ানের লড়াই শুরু

    টেবিল টেনিসের মেনস সিঙ্গলসে লড়াই শুরু জি সাথিয়ানের। প্রথম ম্যাচে ভারতীয় তারকার প্রতিপক্ষ হংকংয়ের সিউ হ্যাং লাম। আগের দিন মেনস সিঙ্গলসের প্রথম ম্যাচে জয় পেয়েছেন মনিকা বাত্রা ও সুতীর্থা মুখোপাধ্যায়। 

    25 Jul 2021, 10:33:29 AM IST

    পঞ্চম সিরিজে তুলনায় খারাপ ফল দীপকের

    পঞ্চম সিরিজ থেকে দীপক ১০৩.৮ পয়েন্ট সংগ্রহ করেন। তাঁর সার্বিক স্কোর ৫১৯.৪। দিব্যাংশ পঞ্চম সিরিজ থেকে সংগ্রহ করেন ১০৪.৬ পয়েন্ট। তাঁর সার্বিক সংগ্রহ ১৫৯.২।

    25 Jul 2021, 10:24:04 AM IST

    চতুর্থ সিরিজে তুলনায় ভালো স্কোর দুই ভারতীয় শুটারের

    চতুর্থ সিরিজে দীপকের সংগ্রহ ১০৫.২ পয়েন্ট। তাঁর সার্বিক স্কোর ৪১৫.৬ পয়েন্ট। চতুর্থ সিরিজে দিব্যাংশ সংগ্রহ করেন ১০৪.৬ পয়েন্ট। তাঁর সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৪১৪.৬ পয়েন্ট।

    25 Jul 2021, 10:16:17 AM IST

    তৃতীয় সিরিজে চমক দিতে পারলেন না দীপকরা

    তৃতীয় সিরিজে দীপকের সংগ্রহ ১০৩.৭ পয়েন্ট। দিব্যাংশ সংগ্রহ করেন ১০৩.৬ পয়েন্ট। দীপকের সার্বিক স্কোর ৩১০.৪ পয়েন্ট। দিব্যাংশর সংগ্রহ সাকুল্যে ৩১০ পয়েন্ট।

    25 Jul 2021, 10:12:14 AM IST

    দ্বিতীয় সিরিজে উন্নতি দীপকদের

    দ্বিতীয় সিরিজে দীপক ১০৩.৮ স্কোর করেন। দ্বিতীয় সিরিজে দিব্যাংশর সংগ্রহ ১০৩.৭ পয়েন্ট। দু'টি সিরিজ থেকে দীপকের সংগ্রহ সাকুল্যে ২০৬.৭। দিব্যাংশর সার্বিক স্কোর ২০৬.৪। দুই শুটারই প্রথম সিরিজের তুলনায় ভালো পারফর্ম করেন। 

    25 Jul 2021, 09:54:36 AM IST

    প্রথম সিরিজে গড়পড়তা দুই ভারতীয় শুটার

    প্রথম সিরিজে দীপক ১০২.৯ স্কোর করেন, দিব্যাংশর সংগ্রহ ১০২.৭ পয়েন্ট। দুই ভারতীয় শুটারের কোয়ালিফাইং ইভেন্টের শুরুটা আহামরি বলা যাবে না কখনই।

    25 Jul 2021, 09:52:10 AM IST

    শুটিংয়ে দীপক-দিব্যাংশর লড়াই শুরু

    ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে লড়াই শুরু ভারতের দুই শুটার দীপক কুমার ও দিব্যাংশ পানওয়ারের। শুটিংয়ের এই ইভেন্ট থেকেও পদক জয়ের প্রত্যাশা ভারতের।

    25 Jul 2021, 09:24:39 AM IST

    অবাক হার সানিয়াদের

    প্রথম সেট প্রতিপক্ষকে একটিও গেমে জিততে না দেওয়া সানিয়া-অঙ্কিতা জুটি শেষমেশ হেরে বসলেন ওমেনস ডাবলসের প্রথম ম্যাচেই। সানিয়ারা প্রথম সেট জেতেন ৬-০ গেমে। ইউক্রেনের লিউডমিলা কিচেনক ও নাদিয়া কিচেনক দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান। তাঁরা টাই-ব্রেকারে দ্বিতীয় সেট জেতেন ৭-৬ (৭/০) গেমে। নির্ণায়ক সুপার টাইব্রেকে ১০-৮ ব্যবধানে জয় তুলে নেন কিচেনক বোনেরা। সুতরাং, প্রথম ম্যাচে ৬-০, ৬-৭ (০/৭), ৮-১০ সেটে হেরে বসেন সানিয়া-অঙ্কিতা। অথচ দ্বিতীয় সেটে একসময় ৫-৩ গেমে এগিয়ে ছিল ভারতীয় জুটি।

    25 Jul 2021, 09:17:52 AM IST

    ছিটকে গেলেন বার্টি

    উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ছিকটে গেলেন অলিম্পিক্স টেনিস থেকে। অলিম্পিক্সে শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়েছেন বার্টি। যদিও অজি তারকা অনুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। বার্টিকে ৬-৪, ৬-৩ স্ট্রেট সেটে হারিয়ে দেন স্পেনের সারা সরিবেস তোরমো। 

    25 Jul 2021, 09:04:20 AM IST

    দ্বিতীয় সেটে হেরে বসলেন সানিয়ারা

    একসময় এগিয়ে থেকেও দ্বিতীয় সেট টাই-ব্রেকারে হেরে বসলেন সানিয়া-অঙ্কিতা। দ্বিতীয় সেট ৭-৬ (৭/০) গেমে পকেটে পোরেন কিচেনকরা। সেই সঙ্গে তারা ম্যাচে ১-১ সেটে সমতা ফেরান। দ্বিতীয় সেটে লড়াই চলে দীর্ঘ ৫৮ মিনিট। নির্ণায়ক সেটে গড়াল ম্যাচ। 

    25 Jul 2021, 08:30:11 AM IST

    ১২ নম্বরে প্রণতি

    আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের সাবডিভিশন-১'এ ভারতের প্রণতী নায়েক ফ্লোরে ১০.৬৬৩ ও ভল্টে ১৩.৪৬৬ স্কোর করেন। পরে আনইভেন বারস ও ব্যালান্স বিমে তিনি সংগ্রহ করেন যথাক্রমে ৯.০৩৩ ও ৯.৪৩৩ পয়েন্ট। সব মিলিয়ে ৪২.৫৬৫ পয়েন্ট সংগ্রহ করেন প্রণতি। তিনি সাবডিভিশন-১'এ ১২ নম্বরে শেষ করেন। সার্বিকভাবে সব সাবডিভিশন মিলিয়ে ২৪ জন ফাইনালে উঠবেন। 

    25 Jul 2021, 08:20:51 AM IST

    যুগ্মভাবে একে রয়েছেন মাইরাজ

    শুটিংয়ের ছেলেদের স্কিট ইভেন্টের কোয়ালিফিকেশনের প্রথম রাউন্ডে ২৫ পয়েন্ট সংগ্রহ করেন মাইরাজ আহমেদ খান। তিনি যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। অঙ্গদের সংগ্রহ ২৪ পয়েন্ট। কোয়ালিফিকেশন রাউন্ড জারি থাকবে।

    25 Jul 2021, 08:10:39 AM IST

    প্রথম সেটে জয় সানিয়াদের

    প্রথম সেটে ইউক্রেনের জুটিকে কোর্টে দাঁড়াতেই দিলেন না সানিয়া-অঙ্কিতা। প্রতিপক্ষকে একটিও গেম জিততে দিলেন  না ভারতীয়রা। মাত্র ২১ মিনিটে প্রথম সেট ৬-০ গেমে জিতে নেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না।

    25 Jul 2021, 07:53:50 AM IST

    লড়াই শুরু সানিয়াদের

    টেনিসের ওমেনস ডাবলসে অঙ্কিতা রায়নাকে নিয়ে লড়াই শুরু সানিয়া মির্জার। প্রথম ম্যাচে সানিয়াদের প্রতিপক্ষ ইউক্রেনের লিউডমিলা কিচেনক ও নাদিয়া কিচেনক। আগের দিন মেনস সিঙ্গলসে জয় দিয়ে অভিযান শুরু করেছেন সুমিত নাগাল। এখন দেখার সানিয়া-অঙ্কিতা জুটির শুরুটা কেমন হয়।

    25 Jul 2021, 07:42:27 AM IST

    দাপুটে জয় সিন্ধুর

    ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলসের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিলেন পিভি সিন্ধু। ইজরায়েলের পোলিকারপোভাকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন ভারতীয় তারকা। ১৩ মিনিটের লড়াইয়ে প্রথম গেম ২১-৭ পয়েন্টে জিতে নেন সিন্ধু। ১৬ মিনিটে পিভি দ্বিতীয় গেম জিতে নেন ২১-১০ ব্যবধানে। 

    25 Jul 2021, 07:29:06 AM IST

    প্রথম গেম জিতলেন সিন্ধু

    ১৩ মিনিটের লড়াইয়ে প্রথম গেম ২১-৭ পয়েন্টে জিতে নেন সিন্ধু। ইজরায়েলের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে টানা ১৩টি পয়েন্ট ঘরে তোলেন রিও অলিম্পিক্সে রুপো জয়ী ভারতীয় তারকা।

    25 Jul 2021, 07:25:58 AM IST

    জিমন্যাস্টিক্সে লড়ছেন প্রণতি

    আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের সাবডিভিশন-১'এ ভারতের প্রণতী নায়েক এখনও পর্যন্ত ফ্লোরে ১০.৬৬৩ ও ভল্টে ১৩.৪৬৬ স্কোর করেছেন। আনইভেন বারস ও ব্যালান্স বিমে এখনও নামেননি তিনি। 

    25 Jul 2021, 07:05:45 AM IST

    ব্যাডমিন্টনে সিন্ধুর লড়াই শুরু

    ব্যাডমিন্টনের ওমেনস সিঙ্গলেস পিভি সিন্ধুর লড়াই শুরু। প্রথম ম্যাচে ষষ্ঠ বাছাই সিন্ধুর প্রতিপক্ষ ইজরায়েলের সেনিয়া পোলিকারপোভা। রবিবার ব্যাডমিন্টনে ভারতের আর কোনও ম্যাচ নেই। 

    25 Jul 2021, 07:01:14 AM IST

    সেমিফাইনালে অর্জুনরা

    ছেলেদের লাইটওয়েট ডাবলস স্কালস রেপেচাজে হিট-২'এ অর্জুন লাল ও অরবিন্দ সিং ৬ দলের মধ্যে তিন নম্বরে শেষ করেন এবং সেমিফাইনালে জায়গা করে নেন। ভারত ছাড়াও সেমিফাইনালে উঠেছে পোল্যান্ড ও স্পেন। হিট-১ থেকে সেমিফাইনালে উঠেছে ইউক্রেন, কানাডা ও উরুগুয়ে।

    25 Jul 2021, 06:52:22 AM IST

    ফাইনালে উঠতে ব্যর্থ মনু-যশস্বীনি

    দিনের শুরুতেই একরাশ হতাশা ভারতীয় শিবিরে। অন্যতম পদক সম্ভাবনা মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালেই উঠতে পারলেন না। এই ইভেন্টে ভারতের অপর শুটার যশস্বীনিও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। মনু ৫৭৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে শেষ করেন। ৫৭৪ পয়েন্ট নিয়ে যশস্বীনি থাকেন ১৩ নম্বরে। প্রথম আটজন শুটার ফাইনালে ওঠেন। ফাইনালে ওঠা অষ্টম শুটার সংগ্রহ করেন ৫৭৭ পয়েন্ট। সুতরাং মনু ২ পয়েন্টে পিছিয়ে থাকেন।

    25 Jul 2021, 06:47:14 AM IST

    শেষ সিরিজে মনুর সংগ্রহ ৯৫ 

    শেষ সিরিজে মনু ভাকের ৯৫ পয়েন্ট সংগ্রহ করেন। তিনি কোয়ালিফিকেশন ইভেন্টে সার্বিকভাবে ৫৭৫ পয়েন্ট তুলতে সক্ষম হন। ভারতের অপর শুটার যশস্বীনিও ৯৫ পয়েন্ট সংগ্রহ করেন শেষ সিরিজে। তিনি সংগ্রহ করেন সাকুল্যে ৫৭৪ পয়েন্ট।

    25 Jul 2021, 06:36:26 AM IST

    পঞ্চম সিরিজে যশস্বীনির সংগ্রহ ৯৬

    পঞ্চম সিরিজ থেকে ৯৬ পয়েন্ট ঘরে তোলেন যশস্বীনি। পাঁচটি সিরিজের পর তাঁর সংগ্রহ ৪৭৯ পয়েন্ট। পঞ্চম সিরিজে মনু ৯৮ পয়েন্ট সংগ্রহ করে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন। তাঁর সার্বিক সংগ্রহ ৪৮০ পয়েন্ট।

    25 Jul 2021, 06:30:40 AM IST

    চতুর্থ সিরিজে যশস্বীনির সংগ্রহ ৯৭

    প্রথম চারটি সিরিজে যশস্বীনির সংগ্রহ যথাক্রমে ৯৪, ৯৮, ৯৪, ৯৭। সুতরাং তাঁর সার্বিক সংগ্রহ ৩৮৩ পয়েন্ট। চতুর্থ সিরিজে মনু সংগ্রহ করেন ৯৫ পয়েন্ট। চারটি সিরিজের পর তাঁর ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৩৮২ পয়েন্ট। মনু পিছিয়ে পড়েন যশস্বীনির থেকেও।

    25 Jul 2021, 06:28:19 AM IST

    ইভেন্ট চলাকালীন মনুর পিস্তলে সমস্যা

    ইভেন্ট চলাকালীন মনু ভাকেরের পিস্তলে সমস্যা দেখা দেয়। পাঁচ মিনিটেরও বেশি সময় নষ্ট হয় সেকারণেই। পরে তিনি ইভেন্টে ফেরেন। যদিও পরিচিত ছন্দে দেখা যাচ্ছে না ভারতীয় তারকাকে।

    25 Jul 2021, 06:16:04 AM IST

    তৃতীয় সিরিজে যশস্বীনির সংগ্রহ ৯৪

    দ্বিতীয় সিরিজে তুলনায় ভালো পারফর্ম করলেও তৃতীয় সিরিজে ফের গড়পড়তা যশস্বীনি। এই সিরিজে তিনি সংগ্রহ করেন ৯৪ পয়েন্ট। সুতরাং, প্রথম তিনটি সিরিজ থেকে যশস্বীনি তুলে নিয়েছেন ২৮৬ পয়েন্ট। তৃতীয় সিরিজে মনুও ৯৪ পয়েন্টের বেশি তুলতে পারেননি। তিনটি সিরিজে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ২৮৭।

    25 Jul 2021, 06:07:56 AM IST

    দ্বিতীয় সিরিজে যশস্বীনির সংগ্রহ ৯৮

    দ্বিতীয় সিরিজে যশস্বীনি সংগ্রহ করেন ৯৮ পয়েন্ট। দু'টি সিরিজ মিলিয়ে তাঁর সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ১৯২ পয়েন্ট। দ্বিতীয় সিরিজে মনুর সংগ্রহ ৯৫ পয়েন্ট। প্রথম দু'টি সিরিজ থেকে সব মিলিয়ে তিনি সংগ্রহ করেছেন ১৯৩ পয়েন্ট।

    25 Jul 2021, 05:47:15 AM IST

    প্রথম সিরিজে মনুর সংগ্রহ ৯৮

    কোয়ালিফিকেশেনর প্রথম সিরিজের ১০টি শটে মনু সংগ্রহ করেছেন ১০০-র মধ্যে ৯৮ পয়েন্ট। তিনি ৪টি x মারেন। প্রথম সিরিজে যশস্বীনির সংগ্রহ ৯৪ পয়েন্ট। তিনি ৩টি x মেরেছেন।

    25 Jul 2021, 05:34:40 AM IST

    শুটিংয়ে মনু-যশস্বীনির লড়াই শুরু

    মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন রাউন্ড শুরু। ভারতের দুই শুটার মনু ভাকের ও যশস্বীনি দেসওয়াল প্রতিনিধিত্ব করছেন এই ইভেন্টে। ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার মনু। শনিবার শুটিংয়ে সৌরভের কাছ থেকে পদক আশা করেছিল ভারত। যদিও সৌরভ ফাইনালে উঠেও শেষরক্ষা করতে পারেননি। রবিবারও শুটিং থেকেই পদক দেখছে ভারতীয় ক্রীড়ামহল। এখন দেখার যে মনু দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা।

    25 Jul 2021, 05:27:29 AM IST

    রবিবারের সূচি

    শুটিং:-
    মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন ও ফাইনাল (মনু ভাকের, যশস্বীনি দেসওয়াল)।
    ছেলেদের স্কিট কোয়ালিফিকেশন (অঙ্গদ বাজওয়া, মাইরাজ আহমেদ খান)।
    ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন ও ফাইনাল (দীপক কুমার ও দিব্যাংশ পানওয়ার)।টেবিল টেনিস:-
    মেনস সিঙ্গলস (জি সাথিয়ান)।
    ওমেনস সিঙ্গলস (মনিকা বাত্রা)।বক্সিং:-
    মেয়েদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগে মেরি কম।
    ছেলেদের লাইটওয়েট (৫৭-৬৩ কেজি) বিভাগে মণীশ কৌশিক।ব্যাডমিন্টন:-
    ওমেনস সিঙ্গলস (পিভি সিন্ধু)।টেনিস:-
    ওমেনস ডাবলস (সানিয়া মির্জা/অঙ্কিতা রায়না)।হকি:-
    ছেলেদের গ্রুপ ম্যাচ (ভারত বনাম অস্ট্রেলিয়া)।জিমন্যাস্টিক্স:-
    মেয়েদের অল-অ্যারাউন্ড কোয়ালিফিকেশন (প্রণতি নায়েক)।সাঁতার:-
    মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট (মানা প্যাটেল)।
    ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিট (শ্রীহরি নটরাজ)।রোয়িং:-
    ছেলেদের লাইটওয়েট ডাবলস স্কালস রেপেচাজ (অর্জুন লাল ও অরবিন্দ সিং)।সেইলিং:-
    মেয়েদের লেজার রেডিয়াল হিট (নেত্র কুমানান)।
    ছেলেদের লেজার হিট (বিষ্ণু সারাভানান)।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    ১০০ মিমি বৃষ্টি হলেও দ্রুত নামবে জল, কত সময় লাগবে? জানিয়ে দিল কলকাতা পুরসভা বকাঝকা করব, কিন্তু পাশে থাকব-আমেঠি, রায়বরেলিতে কর্মীদের বার্তা প্রিয়ঙ্কা বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু বহু নারীর হার্টথ্রব, করেছেন বিজ্ঞানীর চরিত্রও, মিনি মাথুরের পাশে এই অভিনেতা কে? আরামবাগে মমতার মঞ্চে উঠতে পারলেন বিদায়ী সাংসদ, ক্ষোভে বোমা ফাটালেন আফরিন আলি নিজে বেছে কিনলেন মাছ, সবজি, আরও কত কি! রচনা বলছেন, ‘আমি তিনদিন নিরামিষ খাই…’ বড়া পাও গার্ল কিনল ফোর্ড মুস্তাং! এই গাড়ির দামে দিল্লিতে কেনা যায় 3BHK ফ্ল্য়াট মাধ্যমিকের পর HS-এও দশম হলেন তমলুকের তন্নিষ্ঠা, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া সারাদিন টিভি দেখেন? কত দূরে বসে দেখা ভালো জানেন? রইল কিছু জরুরি টিপস অপরূপার জায়গায় কেন টিকিট পেলেন মিতালি? আরামবাগে সব বলে দিলেন মমতা

    Latest IPL News

    বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.