জয় দিয়ে দিন শুরু করলেন ভিনেশ ফোগত। ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী সোফিয়া ম্যাটসনকে ৭-১ ব্যবধানে হারিয়ে দিলেন ভারতীয় তারকা। তবে ৫৭ কেজি বিভাগে রেপাচেজে হেরে গেলেন অংশু মালিক।
বৃহস্পতিবার ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোফিয়াকে কার্যত দাঁড়াতেই দেননি ভিনেশ। যখন সুইডিশ তারকা ডান পা লক্ষ্য করে আক্রমণ করতে গিয়েছেন, তখনই পালটা প্রতি-আক্রমণে পয়েন্ট তুলে নিয়েছেন। নিজের দুর্দান্ত ক্ষমতা এবং শক্তির পরিচয় দিয়ে ম্যাটের ধারের কঠিন জায়গা থেকে সুইডিশকে ঘুরিয়ে দেন। যেখানে পয়েন্ট খুইয়ে দিতে পারতেন ২৬ বছরের ভারতীয় তারকা। পুরো ম্যাচেই একইরকম দাপট বজায় রাখেন। একবার তো বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছ'বারের পদকজয়ীকে 'পিন' করে দিচ্ছিলেন ভিনেশ। শেষপর্যন্ত সেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়নি সুইডিশকে। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। ৭-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠে যান শীর্ষ বাছাই। যিনি কোয়ার্টারে বেলারুশ বানেসা কালাজিনক্ষার বিরুদ্ধে নামবেন।
(বিস্তারিত পরে আসছে)