সোনা হচ্ছে না পি ভি সিন্ধুর রিয়োর রুপো। মহিলা ব্যাডমিন্টনের সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করেও হেরে গেলেন ভারতীয় তারকা। সেইসঙ্গে পদকও নিশ্চিত করতে পারলেন না। তবে টানা দু'বার অলিম্পিক্সের পোডিয়ামে ওঠার সুযোগ এখনও আছে সিন্ধুর সামনে। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর লড়াই হবে চিনা শাটলার হে বিং জিয়াও বিরুদ্ধে।
পি ভি সিন্ধুর সেমিফাইনাল ম্যাচের আপডেট :
- দুর্দান্ত খেলেও হাতছাড়া হয়েছিল প্রথম গেম। দ্বিতীয় গেমেও সেয়ানে-সেয়ানে লড়াই হচ্ছিল। কিন্তু দ্বিতীয় গেমে বিরতির পরই পুরোপুরি খেলায় রাশ হাতে নিয়ে নেন তাই। পুরোপুরি খেলা নিয়ন্ত্রণ করতে থাকেন।
- তবে টানা দু'বার অলিম্পিক্সের পোডিয়ামে ওঠার সুযোগ এখনও আছে সিন্ধুর সামনে। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর লড়াই হবে চিনা শাটলার হে বিং জিয়াও বিরুদ্ধে।
- হেরে গেলেন সিন্ধু। পদক নিশ্চিত করতে পারলেন না। খেলার ফল ২১-১৮, ২১-১২।
- এক পয়েন্ট দূরে তাই। আটটি ম্যাচ পয়েন্ট তাইয়ের।
- আপাতত খেলার ফল তাইয়ের পক্ষে ১৯-১২।
- জিতলেন সিন্ধু। ১১-১৭।
- জিতলেন তাই। ১০-১৭।
- আবারও পয়েন্ট সিন্ধুর। ১০-১৬।
- বড় পয়েন্ট হাতছাড়া সিন্ধুর। খেলার ফল ৯-১৬।
- ভুল সিদ্ধান্ত সিন্ধুর। তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। খেলার ফল ১৬-৮।
- বড় ব্যবধানে পিছিয়ে পড়লেন সিন্ধু। তাই এগিয়ে ১৫-৮ ব্যবধানে।
- চাপে পড়ে পুরোপুরি আগ্রাসী সিন্ধু। জিতলেন পয়েন্ট। খেলার ফল ৮-১৩।
- খেলায় ক্রমশ নিজের রাশ ভারী করছেন তাই। খেলার ফল ১৩-৭।
- আরও লিড বাড়ালেন তাই। খেলার ফল ১২-৭।
- দ্বিতীয় গেমে সিন্ধুর একাধিক শাটল বাইরে যাচ্ছে। রিটার্ন বাইরে যাওয়ার কারণে একাধিক পয়েন্ট হাতছাড়া।
- ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখলেন তাই। খেলার ফল ১১-৭।
- দ্বিতীয় গেমের বিরতিতে যেতে দিলেন না সিন্ধু। খেলার ফল ৭-১০।
- আবারও বাইরে সিন্ধুর রিটার্ন। খেলার ফল ৬-১০।
- ব্যবধান কমালেন সিন্ধু। খেলার ফল ৬-৯।
- চার পয়েন্টের লিড তাইয়ের। খেলার ফল ৯-৫।
- একচুলের বাইরে গেল সিন্ধুর শাটল। তাই এগিয়ে ৮-৫ ব্যবধানে।
- টানা পাঁচ পয়েন্ট হতে দিলেন না সিন্ধু। খেলার ফল ৫-৭।
- টানা চার পয়েন্ট পেলেন তাই। খেলার ফল ৭-৪।
- চ্যালেঞ্জ করেছিলেন সিন্ধু। কিন্তু শাটল কোর্টের বাইরেই ছিল। খেলার ফল ৪-৬।
- সিন্ধুর শক্তির দিকে খেলছেন না তাই। ভারতীয় তারকাকে স্ম্যাশ মারার সুযোগ দিচ্ছেন না তাই।
- দুর্দান্ত পয়েন্ট। কমপক্ষে চারবার ড্রপ শট ফেরান সিন্ধু। এবার ক্রস শট ফিরিয়ে দিতে পারলেন না। খেলার ফল ৪-৪।
- আবার এগিয়ে গেলেন সিন্ধু। খেলার ফল ৪-৩।
- বাজে মিস করলেন সিন্ধু। খেলার ফল ৩-৩।
- এগিয়ে গেলেন সিন্ধু। খেলার ফল ৩-২।
- পয়েন্ট জিতলেন সিন্ধু। খেলার ফল ১-১।
- দ্বিতীয় গেম শুরু। প্রথম পয়েন্ট জিতলেন তাই।
- বেশিরভাগ সময় এগিয়ে থেকেও প্রথম গেমে হার সিন্ধুর। সঙ্গে ভাগ্যের সহায়তা পেলেন তাই। তিনবার নেটে শাটল লেগে দিক পরিবর্তন করেছে। কিছু করার ছিল না সিন্ধুর।
- প্রথম গেম হাতছাড়া সিন্ধুর। প্রথমে গেমে হেরে গেলেন ২১-১৮ ব্যবধানে।
- জোড়া গেম পয়েন্ট তাইয়ের। খেলার ফল ২০-১৮।
- এগিয়ে গেলেন তাই। খেলার ফল ১৯-১৮।
- সমতা ফেরালেন সিন্ধু। খেলার ফল ১৮-১৮।
- পয়েন্ট হারলেন সিন্ধু। কিন্তু কী দুর্দান্ত খেললেন। দুর্দান্ত রিটার্নস। তাইয়ের পক্ষে ফল ১৮-১৭।
- গুরুত্বপূর্ণ পয়েন্ট সিন্ধুর। এগিয়ে গেলেন ১৭-১৬ ব্যবধানে।
- চলছে সেয়ানে-সেয়ানে লড়াই। টানা দু'পয়েন্ট জয় তাইয়ের। খেলার ফল ১৬-১৬।
- টানা দু'পয়েন্ট জয় সিন্ধুর। খেলার ফল ১৬-১৪।
- পয়েন্ট জিতলেন সিন্ধু। খেলার ফল ১৩-১৩।
- ভাগ্য খারাপ সিন্ধুর। তাইয়ের রিটার্ন নেটে লেগে গেল। এগিয়ে গেলেন তাই। খেলার ফল ১৩-১২।
- গুরুত্বপূর্ণ পয়েন্ট জয় সিন্ধুর। খেলার ফল ১২-১১।
- বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তন তাইয়ের। টানা তিন পয়েন্ট জিতে ১১-১১ করলেন তাই।
- বিরল নজিরের মুখে দাঁড়িয়ে আছেন সিন্ধু। তৃতীয় মহিলা শাটলার হিসেবে টানা দুটি অলিম্পিক্সের ফাইনালে খেলতে পারবেন।
- প্রথম গেমের মাঝামাঝি সময় তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে সিন্ধু। খেলার ফল ১১-৮।
- দুর্ধর্ষ খেললেন সিন্ধু। খেলার ফল ৯-৬।
- ২০১৬ সালের অলিম্পিক্সে তাই জু-ইংকে হারিয়েছিলেন সিন্ধু।
- টানা ৫ পয়েন্ট জয় সিন্ধুর। খেলার ফল ৫-২।
- টানা চার পয়েন্ট জয় সিন্ধুর। খেলার ফল ৪-২।
- এগিয়ে গেলেন সিন্ধু। টানা তিন পয়েন্ট জয়।
- আবারও জয় সিন্ধুর। খেলার ফল ২-২।
- সেমিফাইনালে প্রথম পয়েন্ট জিতলেন সিন্ধু। খেলার ফল ১-২।
- প্রথম পয়েন্ট হাতছাড়া সিন্ধুর। পয়েন্ট গেল তাইয়ের দখলে।
- প্রথমে সার্ভ করছেন সিন্ধু।
- শুরু হল সিন্ধুর সেমিফাইনাল, টোকিয়োয় কি গর্জন শোনা যাবে ভারতীয় তারকার?
- কোর্টে এসে গিয়েছেন সিন্ধু এবং তাই।
- দুই তারকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন তাই জু-ইং। দু'জনের মোট ১৮ বার সাক্ষাৎ হয়েছে। পাঁচবার জিতেছেন সিন্ধু। ১৩ বার জিতেছেন তাই।
- বর্তমানে বিশ্বের ক্রমপর্যায়ে তাই এক নম্বর খেলোয়াড়। সাতে আছেন সিন্ধু।
- কিছুটা পরে শুরু হবে সিন্ধুর ম্যাচ। এখন প্রথম সেমিফাইনাল চলছে। এক নম্বর কোর্টে সেই ম্যাচ হচ্ছে। দুই চিনার লড়াই আপাতত ১-১ গেমে আছে।
- টোকিও অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে
- ২০১৬ সালের অলিম্পিক্সে রুপো জিতেছিলেন সিন্ধু। ফাইনালে স্পেনের তারকা ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন।
- ভারতীয় সময় দুপুর বিকেল ৩ টে ২০ মিনিটে সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের তাই জু-ইংয়ের বিরুদ্ধে নামতে চলেছেন ভারতীয় তারকা।
- টানা দু'বার অলিম্পিক্সের ফাইনালে উঠতে পারবেন পি ভি সিন্ধু? ২০১৬ সালের রিয়োর মতো টোকিয়োতে কি সিন্ধু গর্জন শোনা যাবে? সেই উত্তর মিলবে কিছুক্ষণ পরেই।
কখন পি ভি সিন্ধুর সেমিফাইনাল ম্যাচ শুরু হবে?
ভারতীয় সময় দুপুর বিকেল ৩ টে ২০ মিনিটে টোকিয়োর মুসাশিনো ফরেস্ট স্পোর্টল প্লাজায় সেই ম্যাচ শুরু হবে।
কোথায় পি ভি সিন্ধুর সেমিফাইনাল ম্যাচ দেখতে পারবেন?
Sony TEN 1 HD/SD, Sony TEN 2 HD/SD এবং Sony TEN 3 HD/SD-তে সরাসরি দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কোথায় পি ভি সিন্ধুর সেমিফাইনাল ম্যাচ দেখতে পারবেন?
SonyLiv ম্যাচ দেখতে পাবেন। olympics.com-তে লাইভ আপডেট দেখতে পারবেন। তাছাড়া ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় (HT Bangla) ম্যাচের যাবতীয় আপডেট দেখতে পাবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।