HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > সবচেয়ে কম ওভার বল করে তুলে নিল ১০ উইকেট, নতুন বিশ্ব রেকর্ড পাক স্পিনারদের

সবচেয়ে কম ওভার বল করে তুলে নিল ১০ উইকেট, নতুন বিশ্ব রেকর্ড পাক স্পিনারদের

কোনও টেস্টের প্রথম ইনিংসে সবচেয়ে কম ওভার বল করে ১০ উইকেট তুলে নেওয়ার রেকর্ড করলেন পাক স্পিনাররা। পাকিস্তানের তিন স্পিনার আব্রার আহমেদ, জাহিদ মাহমুদ এবং মহম্মদ নওয়াজ মিলে এ দিন মোট ৪১.৪ ওভার বল করেন। সেই সঙ্গে তাঁরা মোট ১০ উইকেট তুলে নেন। তার মধ্যে আবরার একাই নিয়েছেন ৭ উইকেট।

আবরার আহমেদ।

অভিষেকেই বাজিমাত। নিজের প্রথম টেস্টে ৭ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আব্রার আহমেদ। মুলতানে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনই পাকিস্তানি স্পিনারের ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড। তাঁর দাপটে মাত্র ২৮১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আর আব্রারের হাত ধরেই পাকিস্তানের স্পিনাররা করে ফেললেন বিশ্ব রেকর্ড।

কোনও টেস্টের প্রথম ইনিংসে সবচেয়ে কম ওভার বল করে ১০ উইকেট তুলে নেওয়ার রেকর্ড করলেন পাক স্পিনাররা। পাকিস্তানের তিন স্পিনার আব্রার আহমেদ, জাহিদ মাহমুদ এবং মহম্মদ নওয়াজ মিলে এ দিন মাত্র ৪১.৪ ওভার বল করেন। সেই সঙ্গে তাঁরা মোট ১০ উইকেট তুলে নেন। তার মধ্যে আব্রার একাই নিয়েছেন ৭ উইকেট। আর তিন উইকেট নিয়েছেন জাহিদ মাহমুদ। নওয়াজ কোনও উইকেট নেননি। প্রথম ইনিংসে সবচেয়ে কম ওভার বল করে ১০ উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়লেন পাক স্পিনাররা।

আরও পড়ুন: ৭ উইকেট নিয়েও জাহিদ মাহমুদের জন্য মহম্মদ জাহিদের রেকর্ড ভাঙা হল না আব্রারের

এর আগে ১৯৫২ সালে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম ইনিংসে ব্রিটিশ স্পিনাররা ৪৩.৫ ওভার বল করে ১০ উইকেট তুলে নিয়েছিলেন। ২০২১ সালে আবার গালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ৪৫.৩ ওভার বল করে ১০ উইকেট তুলে নেন। এ দিন অবশ্য পাক স্পিনাররা সব নজির ছাপিয়ে যান।

এ দিন পাকিস্তানের আসল হিরো আব্রার। তিনি ২২ ওভার বল করে ১১৪ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন। যার সূচনা হয় জ্যাক ক্রলির (১৯ রান) উইকেট দিয়ে। পাক স্পিনারের বাকি শিকার বেন ডাকেট (৬৩), অলি পোপ (৬০), জো রুট (৮), হ্যারি ব্রুক (৯), বেন স্টোকস (৩০) এবং উইল জ্যাকস (৩১)।‌ অর্থাৎ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের প্রথম সাত ব্যাটারকেই আউট করেন আব্রার আহমেদ।

আরও পড়ুন: অভিষেকেই ৫ উইকেট, তাও আবার টেস্টের প্রথম ২ ঘণ্টাতেই, দুরন্ত নজির পাক স্পিনারের

তবে যখন পাকিস্তান ক্রিকেটে পদার্পণ করেন, তখন আব্দুল কাদিরকেও চিনতেন না আব্রার। পাকিস্তানের জাতীয় ক্রিকেট আকাডেমির কোচ মুস্তাক আহমেদ তাঁকে জিজ্ঞেস করেছিলেন, আব্দুল কাদিরকে চেনেন কিনা! জবাবে ছোট্ট আব্রার বলেছিলেন, ‘কে বলুন তো? কখনও নাম শুনিনি।’ মুস্তাক আহমেদ নিশ্চয়ই তখন হাসি চাপতে পারেননি। সেই আব্রার এ বার স্পিন জাদুতে ইংল্যান্ডের তাবড় তাবড় ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরিয়ে দিলেন।

জিম লেকার, অনিল কুম্বলেদের ছুঁয়ে ফেলার হাতছানি ছিল ২৪ বছরের স্পিনারের সামনে, কিন্তু সাত উইকেটে থামেন তিনি। মুলতানের শিনকিয়ারি গ্রাম থেকে উঠে এসেছেন আব্রার। বাবার হাত ধরে ছোটবেলায় করাচিতে চলে আসেন। কিন্তু লড়াইটা কঠিন ছিল। চোটের জন্য দু'বছর মাঠের বাইরে থাকতে হয়। চোট গুরুতর ছিল, প্যারালিসিসও হয়ে যেতে পারত।

একটা সময় মনে হয়েছিল আর ক্রিকেটে ফেরা হবে না। কিন্তু সেই সব দিন এখন অতীত। জীবনের নতুন ছন্দ পেয়ে গিয়েছে আব্রার। তিনি এখন পাকিস্তানের নতুন স্পিন কিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাসাভের মামলায় দিইয়ে ছেড়েছিলেন ফাঁসির সাজা! আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট BJP DC vs MI: IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর দিল্লির, ভাঙল ১৩ বছর আগের রেকর্ড 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে 'ভয় করছে...' লাগাতার প্রযোজকের হাতে হেনস্থার শিকার বাংলার কৃষ্ণার! স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! 'মোদীবাবু, আপনার দাম পড়ে গিয়েছে…এমন পিএম আগে দেখিনি,' বললেন সিএম মমতা খাতায় শুধু 'জয় শ্রী রাম' লিখে পরীক্ষায় ৫০% পেলেন ৪ পড়ুয়া, ফের টেস্টে বসে মিলল… গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? 'চিন্তা করবেন না' বাংলায় এবার ১ লাখ চাকরি, বিরাট আশ্বাস মমতার, কোথায় কাজ জানুন

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.