বাংলা নিউজ > ময়দান > পুলিশের পোশাকে নাসিম শাহ, নতুন ভূমিকায় পাকিস্তানের তারকা পেসার

পুলিশের পোশাকে নাসিম শাহ, নতুন ভূমিকায় পাকিস্তানের তারকা পেসার

ডিএসপি পদে নাসিম শাহ। ছবি- টুইটার 

নতুন ভূমিকায় দেখা গেল পাকিস্তানের পেসার নাসিম শাহকে। বালুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত অর্থাৎ গুডউইল অ্যাম্বাসেডর হলেন তিনি।

নতুন ভূমিকায় পাকিস্তানের বোলার নাসিম শাহ। তবে পাকিস্তানের জাতীয় দলের হয়ে কোনও ক্রিকেটীয় ভূমিকা পালন করছেন তা একেবারেই নয়। সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা গেল তাঁকে। বালুচিস্তান পুলিশের ডিএসপি হয়েছেন তিনি। বালুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত অর্থাৎ গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে।

কোয়েটার আইজি পুলিশ দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে আন্তরিকতা প্রকাশ করে নাসিম বলেন, ‘ছোটবেলায় আমি পুলিশকে ভয় পেতাম। আমি দুষ্টুমি করলে আমার বাবা-মা পুলিশের নাম করে আমাকে ভয় দেখাতেন। তবে যত বড় হয়েছি ধীরে ধীরে ভয় কেটেছে। আমাদের নিরাপদ রাখতে পুলিশ যে ত্যাগ স্বীকার করে তা আমি উপলব্ধি করতে পেরেছি। তাঁরা কেবল আমাদের জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন না, আমাদের কাছে বিভিন্ন পরিষেবা সহজ ভাবে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেন তাঁরা।’

নাসিম আরও বলেন, ‘এনসিএ-তে আমাদের সাথে যারা নিযুক্ত আছেন তারা আমাদের সুরক্ষার জন্য রাতে জেগে থাকেন। অন্যদিকে আমি রাতে ভালো করে বিশ্রাম না পেলে কাজও করতে পারি না। পুলিশের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে এবং তাদের সহায়তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’

মাত্র ২০ বছর বয়সী এই জোরে বোলার পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ১৫টি টেস্ট ম্যাচ। পাঁচটি একদিনের ম্যাচে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। দ্বিতীয় কনিষ্ঠ বলার হিসেবে নিয়েছেন পাঁচটি উইকেট। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। মাত্র ১৬ বছর বয়সে অভিষেক করে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দেন তিনি। জাতীয় দলের সঙ্গে সঙ্গেই খেলেছেন অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলে। নাসিম শাহ প্রথম পাকিস্তানের বোলার নন যিনি এই সম্মানে ভূষিত হয়েছেন।

গত বছর জুলাই মাসে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে গুডউইল অ্যাম্বাসেডর করে খাইবার পাখতুনখোয়া পুলিশ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু, মকর, কুম্ভ, মীন এই চার রাশির মধ্যে লাকি কারা? রইল ১০ সেপ্টেম্বরের রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.