আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ। ৮টি দল অংশগ্রহণ করতে চলেছে এই টুর্নামেন্টে। ২০১৫ থেকে শুরু হয় এই লিগ। মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়েছে এই টুর্নামেন্ট। এবার ফের সমস্যায় পিএসএল। তবে এবারের সমস্যা আর্থিক দিক থেকে।
মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি হওয়া আর্থিক সংকটের মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। পাকিস্তান ক্রিকেটারদের প্রতি ডলারে ২২৫ টাকা হারে বেতন দেয় বলে জানা গিয়েছে। এই হারে বেতন দেওয়া দলগুলির কাছে আর্থিক বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানের সার্বিক অর্থনীতি সংকটের মুখে পড়েছে। পেট্রোল ডিজেলের দাম ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে যুক্ত থাকা এক কর্মকর্তা বলেন, পাকিস্তানের ক্রিকেটারদের ডলারে অর্থ প্রদান করার কোনও যৌক্তিকতা নেই। ফ্র্যাঞ্চাইজির মালিকরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠির সঙ্গে আর্থিক সংকটের বিষয় নিয়ে কথা বলেছে। তবে এখনও সমাধান সূত্র বের হয়নি।'
নিয়ম অনুযায়ী পাকিস্তানের ক্রিকেটাররা তাদের উপার্জনের ৭০ শতাংশ টাকা অগ্রিম হিসাবে পায়। বাকি ৩০ শতাংশ টাকা টুর্নামেন্টের পরে প্রদান করা হয়। পাকিস্তান অর্থনৈতিক সংকটের মুখে পড়ায় পাকিস্তান ক্রিকেটে সরাসরি প্রভাব পড়ছে। পিসিএলের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির খরচ বেড়েছে।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে লোকসানের মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। পিএসএলে প্লাটিনাম ক্রিকেটারদের দাম ১ লক্ষ ৭০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার ডলার। ডায়মন্ড খেলোয়ারদের দাম ৮৫ হাজার থেকে ৬০ হাজার ডলার। তারপর পরবর্তী প্লেয়ার অর্থাৎ গোল্ড তালিকাভুক্ত ক্রিকেটাররা পান ৫০ থেকে ৪০ হাজার ডলার। সিলভার তালিকাভুক্ত ক্রিকেটাররা পান ২৫ হাজার ডলার।
ক্রিকেটার ও প্রোডাকশন বাদে অন্যান্য খরচ রুপিতে করা হলেও পিসিবি আবার ডলারে বেতন শুরু করেছে। আগামী ১৩ই ফেব্রুয়ারি মুলতান থেকে শুরু হবে পিসিএল। তার আগে আর্থিক সমস্যার মধ্যে পড়ায় কিছুটা হলেও চাপে পাক ক্রিকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।