৫ জুন থেকে শুরু করার চেষ্টা চলে বিস্তর। যদিও শেষমেশ তা সম্ভব হয়নি। অবশেষে যাবতীয় সমস্য মিটিয়ে পুনরায় শুরু হতে চলেছে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, আগামী ৯ জুন থেকে শুরু হবে পিএসএল ২০২১।
পাকিস্তান সুপার লিগের মোট ২০টি ম্যাচ বাকি রয়েছে। আবু ধাবিতে ম্যাচগুলি শেষ করার জন্য ২৪ জুন পর্যন্ত সময় নিয়েছে পিসিবি। সুতরাং পিএসএল ২০২১-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জুন।
মোট ৬ দিন ২টি করে ম্যাচ খেলা হবে। প্রাথমিক রাউন্ডে ৫ দিন দু'টি করে ম্যাচ আয়োজিত হবে। ২১ জুন কোয়ালিফায়ার ও এলিমিনেটর-১ ম্যাচ দু'টি অনুষ্ঠিত হবে একই দিনে।
পাকিস্তান সুপার লিগের সূচি:-
৯ জুন: লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড।
১০ জুন: মুলতান সুলতানস বনাম করাচি কিংস। পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স।
১১ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।
১২ জুন: কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশোয়ার জালমি।
১৩ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স। মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি।
১৪ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস।
১৫ জুন: কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমি বনাম করাচি কিংস।
১৬ জুন: মুলতান সুলতানস বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।
১৭ জুন: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি। করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স।
১৮ জুন: মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স।
১৯ জুন: কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস। মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড।
২১ জুন: কোয়ালিফায়ার ও এলিমিনেটর-১।
২২ জুন: এলিমিনেটর-২।
২৪ জুন: ফাইনাল।