একটি টুইটের জেরে সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়ল লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলকে তুমুল ট্রোল করলেন ভারতীয় নেটিজেনরা। তাঁরা দাবি করলেন, পুলওয়ামা হামলার পর যে এয়ারস্ট্রাইক চালিয়েছিল ভারত, তারপর ভারতীয় বায়ুসেনার আধিকারিক অভিনন্দন বর্তমান পাকিস্তানে নামতে বাধ্য হয়েছিলেন। পাকিস্তানে থাকার সময় তিনি যে কথা বলেছিলেন, সেটা নিয়েই উপহাস করেছে লাহোর কালান্দার্স। পালটা পিএসএল দলকে পাকিস্তান সেনার আত্মসমর্পণের স্মৃতি মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় নেটিজেনরা।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতের দিকে পিএসএলের দল লাহোর কালান্দার্সের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়। ওই ছবি পাকিস্তানি অল-রাউন্ডার হুসেন তালটের হাতে চায়ের কাপ দেখা গিয়েছিল। ওই ছবির ক্যাপশনে লেখা হয়, 'ইয়ে তু টি ইজ ফ্যান্টাস্টিক হো গেয়া।' ওই ‘টি ইজ ফ্যান্টাস্টিক’-এ বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।
সেই টুইটেই চটে যান ভারতীয় নেটিজেনরা। তাঁরা দাবি করেন, ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনা অফিসার অভিনন্দন যখন পাকিস্তানে ছিলেন, তখন তিনি যে মন্তব্য করেছিলেন, সেটা নিয়েই উপহাস করেছে লাহোর কালান্দার্স। তাঁরা লাহোর কালান্দার্সকে পালটা ট্রোল করতে থাকেন। এক ভারতীয় নেটিজেন পাকিস্তানের একটি খবর শেয়ার করেন। যে খবরে লেখা ছিল, 'অর্থনীতিকে সাহায্য করতে নাগরিকদের চা না খাওয়ার জন্য আর্জি জানিয়েছে পাকিস্তানের (সরকার)।' অপর একজন লেখেন, 'এটা চূড়ান্ত জঘন্য। লজ্জা হওয়া উচিত আপনাদের। সেই পাকিস্তানি সমর্থকরা কোথায় গেলেন, যাঁরা বলেন যে ক্রিকেটে রাজনীতি টেনে আনে না পাকিস্তান। তাহলে এটা কী?'
কেন চটে গিয়েছেন ভারতীয় সমর্থকরা?
২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানে এয়ারস্ট্রাইক চালিয়েছিল ভারত। ১৪ ফেব্রুয়ারি সেই হামলার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারত। তার জেরে চরমভাবে মুখ পুড়েছিল পাকিস্তানের। পালটা আকাশপথে অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে ভারতের সামরিক এলাকার উপর হামলা চালানোর লক্ষ্য নিয়েছিল ইসলামাবাদ। কিন্তু ছেড়ে দেয়নি ভারতীয় বায়ুসেনা। সবক শিখিয়েছিল পাকিস্তানকে।
আরও পড়ুন: দুই বছর আগে একটি ফোনেই খুলেছিল পাকিস্তান থেকে অভিনন্দনকে ফেরানোর রাস্তা
কিন্তু মাঝ-আকাশে 'ডগফাইট'-র সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল অভিনন্দনের বিগ-২১ বাইসন যুদ্ধবিমান। সেই পরিস্থিতিতে যুদ্ধবিমান থেকে বেরিয়ে এসেছিলেন অভিনন্দন। নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানের দিকে নেমেছিলেন। তাঁকে পাকড়াও করেছিল পাকিস্তান। তারপর পাকিস্তানের তরফে অভিনন্দনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। তাতে অভিনন্দনকে বলতে শোনা গিয়েছিল, চা'টা দারুণ। পরবর্তীতে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: ‘পা কাঁপছিল’ মন্ত্রীর, অবস্থানে অনড় পাক সাংসদ, আরও ‘গোপন তথ্য’ জানার দাবি
ভারতীয় নেটিজেনদের মতে, অভিনন্দন সেই যে মন্তব্য করেছিলেন, সেটার প্রেক্ষিতেই লাহোর কালান্দার্সের তরফে টুইটারে ছবি পোস্ট করা হয়েছে এবং ওই ক্যাপশন ব্যবহার করা হয়েছে। সেই ছবিতে এক ভারতীয় নেটিজেন আবার বলেন, 'আটার পরিবর্তে আপনাকে যখন শুধু চা খেয়ে বেঁচে থাকতে হয়।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।