বাংলা নিউজ > ময়দান > TNPL 2022: কৃপণ বোলিং অশ্বিনের, তামিলনাড়ু প্রিমিয়র লিগে রানও পেলেন ব্যাট হাতে

TNPL 2022: কৃপণ বোলিং অশ্বিনের, তামিলনাড়ু প্রিমিয়র লিগে রানও পেলেন ব্যাট হাতে

রবিচন্দ্রন অশ্বিন। ছবি- টুইটার।

ড্রাগনসের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টি-২০ স্কোয়াডে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্যারিবিয়ান সফরে উড়ে যাওয়ার আগে তামিলনাড়ু প্রিমিয়র লিগে নিজেকে ঝালিয়ে নিতে নামে তিনি। টপ অর্ডারে ব্যাট করতে নেমে ধীর ইনিংস খেললেও কৃপণ বোলিংয়ে নজর কাড়লেন অশ্বিন।

তামিলনাড়ু প্রিমিয়র লিগের ২১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে ডিন্ডিগুল ড্রাগনস ও চিপক সুপার গিল্লিস। ম্যাচে ড্রাগনসের হয়ে মাঠে নামেন অশ্বিন। প্রথমে ব্যাট হাতে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন রবিচন্দ্রন।

আরও পড়ুন:- TNPL 2022: চমক দেখাতে পারেননি, তবে তামিলনাড়ু প্রিমিয়র লিগে পুরোপুরি ব্যর্থও হলেন না কার্তিক

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ড্রাগনস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলে। অশ্বিনের ২৯ বলের ইনিংসটি ২টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন রাজেন্দ্র বিবেক। এছাড়া কে মানি ৩৭ রানের যোগদান রাখেন।

চিপকের হয়ে ২টি উইকেট নেন সনু যাদব। ১টি উইকেট নিয়েছেন এম সিদ্ধার্থ। সন্দীপ ওয়ারিয়র ও সাই কিশোর উইকেট পাননি।

আরও পড়ুন:- TNPL 2022: ১২টি ছক্কার সাহায্যে বিধ্বংসী শতরান মুরলি বিজয়ের, অপেক্ষা IPL-এ ফেরার

জবাবে ব্যাট করতে নেমে চিপক ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয়। ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে চিপক। কৌশিক গান্ধী ৪৪, নারায়ন জগদীশান ৩১ ও সনু যাদব ২৬ রান করেন।

বন্ধ করুন