বাগে পেয়েও হায়দরাবাদকে কোণঠাসা করতে পারল না বাংলা। অভিমন্যু ঈশ্বরনরা কটকে রঞ্জির দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ছোটখাটো লিড নিলেন বটে, তবে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখতে ব্যর্থ হলেন।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৪২ রানে। পালটা ব্যাট করতে নেম হায়দরাবাদ প্রথম দিনের শেষে ১৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে।
তার পর থেকে খেলতে নেমে হায়দরাবাদ দ্বিতীয় দিনের শুরুতেই পরপর উইকেট হারাতে থাকে। একসময় ৭০ রানে ৭ উইকেট খুইয়ে বসে হায়দরাবাদ। তন্ময় আগরওয়ালরা প্রথম ইনিংসে ১০০ রানের গণ্ডিও টপকাতে পারবেন কিনা তা নিয়ে যখন ঘোর সংশয় দেখা দেয়, ঠিক তখনই তনয় ত্যাগরাজনকে সঙ্গে নিয়ে পালটা লড়াই শুরু করেন রবি তেজা।
অষ্টম উইকেটের জুটিতে দু'জনে মিলে ১০৯ রান যোগ করেন। শেষে বাংলার পরিত্রাতা হয়ে দেখা দেন মনোজ তিওয়ারি। ত্যাগরাজনকে ফিরিয়ে মনোজ জুটি ভাঙার পর হায়দরাবাদের লেজ ছেঁটে দিতে বিশেষ অসুবিধা হয়নি বাংলার বোলারদের।
ত্যাগরাজন ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৫২ রান রান করে সাজঘরে ফেরেন। রবি তেজা ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়া তন্ময় ২৯ ও হিমালয় ১৬ রান করেন।
বাংলার হয়ে প্রথম ইনিংসে ৪৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন মুকেশ কুমার। ১টি করে উইকেট দখল করেন ইশান পোড়েল, আকাশ দীপ, সায়ন শেখর মণ্ডল, শাহবাজ আহমেদ ও মনোজ। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৩৭ রানে এগিয়ে থাকে বাংলা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ওভারেই ওপেনার সুদীপ ঘরামির (০) উইকেট হারায়। আপাতত দ্বিতীয় দিনের শেষে বাংলা তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৬ রান তুলেছে। ঈশ্বরন ১০ ও ঋত্ত্বিক ৩ রানে অপরাজিত থাকেন। সব মিলিয়ে বাংলা এগিয়ে রয়েছে ৫৩ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।