গুজরাট টাইটানসকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েই এবার পঞ্জাবের হয়ে মাঠে নামছেন শুভমন গিল। রাজ্য দলের জার্সিতে গিলকে দেখা যাবে ঘরোয়া রঞ্জি ট্রফির আঙিনায়। রঞ্জি ট্রফির নক-আউটে গিলকে দলে পাচ্ছে পঞ্জাব।
গিলের রঞ্জির কোয়ার্টার ফাইনালে নামার কথা জানিয়েছেন পঞ্জাবের কোচ সুরেন্দ্র ভাবে। Sportstar-কে তিনি বলেন, ‘মধ্যপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে শুভমন গিলকে দলে পাওয়া যাবে।’
দীর্ঘ ২ মাস পরে পুনরায় শুরু হচ্ছে রঞ্জি ট্রফির খেলা। রঞ্জির গ্রুপ লিগের খেলা শেষ হওয়ার পরেই শুরু হয়েছিল আইপিএল ২০২২। ইন্ডিয়ার প্রিমিয়র লিগ শেষ হওয়ার পরে এবার শুরু হচ্ছে রঞ্জির নক-আউট পর্বের ম্যাচগুলি। ৬ জুন থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি খেলা হবে বেঙ্গালুরুতে। শেষ আটে পঞ্জাবের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ।
গিল সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ছন্দে ছিলেন। তিনি ১৬ ম্যাচে ৪টি অর্ধশতরান-সহ ৪৮৩ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি ৫ নম্বরে জায়গা করে নেন। হার্দিক পান্ডিয়ার (৪৮৭) পরে গিল গুজরাট টাইটানসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।
রঞ্জির কোয়ার্টার ফাইনালের সূচি (৬-১০ জুন):-
১. প্রথম কোয়ার্টার ফাইনাল: বাংলা বনাম ঝাড়খণ্ড।
২. দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: মুম্বই বনাম উত্তরাখণ্ড।
৩. তৃতীয় কোয়ার্টার ফাইনাল: কর্নাটক বনাম উত্তরপ্রদেশ।
৪. চতুর্থ কোয়ার্টার ফাইনাল: পঞ্জাব বনাম মধ্যপ্রদেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।