বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: কেটে গেল ‘অফ-ফর্ম’, রঞ্জিতে দুরন্ত শতরান অভিমন্যু ঈশ্বরণের, এগোচ্ছেন অনুষ্টুপও

Ranji Trophy: কেটে গেল ‘অফ-ফর্ম’, রঞ্জিতে দুরন্ত শতরান অভিমন্যু ঈশ্বরণের, এগোচ্ছেন অনুষ্টুপও

অভিমন্যু ঈশ্বরণ (ফাইল ছবি, সৌজন্যে টুইটার)

অনুষ্টুপও শতরানের দিকে এগিয়ে যাচ্ছেন।

রঞ্জি ট্রফির প্রথম দু'ম্যাচে সেভাবে ফর্মে ছিলেন। তৃতীয় ম্যাচেই একেবারে স্বমহিমায় ফিরলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। গ্রুপের শেষ ম্যাচে কটকে চণ্ডীগড়ের বিরুদ্ধে শতরান হাঁকালেন তিনি।

বৃহস্পতিবার কটকে টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় চণ্ডীগড়। প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলা। চতুর্থ বলেই আউট হয়ে যান সুদীপকুমার ঘরামি। সেখান থেকে বাংলার ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিমন্যু এবং ঋত্বিক রায়চৌধুরী। কিন্তু দলগত ৪২ রানের মাথায় আউট হয়ে যান বাংলার 'নম্বর তিন'। তারপর ক্রিজে আসেন অনুষ্টুপ মজুমদার। অভিমন্যুর সঙ্গে বাংলাকে এগিয়ে যেতে থাকেন। 

দু'জনেই বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে চণ্ডীগড়ের বোলারদের খেলতে থাকেন। তারইমধ্যে শতরান পূরণ করেন অভিমন্যু। যিনি ইতিমধ্যে ১২ টি চার হাঁকিয়ে ফেলেছেন। আপাতত ১৪৩ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে শতরানের দিকে এগোচ্ছেন অনুষ্টুপও। ১১২ বলে ৭৯ রানে অপরাজিত তিনি। অনুষ্টুপের ব্যাট থেকেও এসেছে ১২ টি বাউন্ডারি। আপাতত বাংলা স্কোর ৪৯.৪ ওভারে দু'উইকেটে ২১৭ রান।

চণ্ডীগড়ের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলছে। ১০০ শতাংশ রেকর্ড নিয়ে যে গ্রুপের শীর্ষে আছে বাংলা। এলিট গ্রুপ 'বি'তে বাংলার পয়েন্ট দু'ম্যাচে ১২। দ্বিতীয় স্থানে আছে হায়দরাবাদ (ছয় পয়েন্ট)। তারপর আছে যথাক্রমে বরোদা (তিন পয়েন্ট) এবং চণ্ডীগড় (এক পয়েন্ট)। ফলে নক-আউটে ওঠার কাজটা বাংলার পক্ষে যথেষ্ট সহজ। যদিও গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে ধাক্কা খেয়েছে বাংলা। চোটের জন্য ছিটকে গিয়েছেন আকাশদীপ। তাঁর পরিবর্তে দলে এসেছেন নীলকন্ঠ দাস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন