উদীয়মান তারকা কুস্তিগীর রবিন্দর দুরন্ত লড়াই করে জুনিয়র কুস্তি বিশ্ব চ্যাম্পিয়ানশিপে ৬১ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন। এটা তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা হতে চলেছে। ইতিমধ্যে এই টুর্নামেন্টে ভারত দু'টি ব্রোঞ্জ পেয়ে গিয়েছে। ৭৯কেজি বিভাগে গৌরব বালিয়ান এবং ৯৭ কেজি বিভাগে দীপক ব্রোঞ্জ জিতেছেন। এ বার রাশিয়াতে সোনার জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছেন রবিন্দর।
রবিন্দরের সামনে এখন দীপক পুনিয়াকে স্পর্শ করার সুযোগ রয়েছে। ২০১৮ সালে প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এই ইভেন্টে সোনা পেয়েছিলেন দীপক। এ বার সোনা জয়ের হাতছানি রবিন্দরের সামনে। পারবেন কি রবিন্দর সেই প্রত্যাশা পূরণ করতে?
২০ বছরের বালিয়ান মাত্র ৬৫ সেকেন্ডেই ব্রোঞ্জ জয়ের ম্যাচে জয় ছিনিয়ে নেন। তিনি হারান জার্মানির রিচার্ড শ্রোয়েদারকে। তিনি চার পয়েন্ট দিয়েই লড়াই শুরু করেছিলেন। তার পর জার্মান প্রতিপক্ষ নিজেকে গুছিয়ে ওঠার আগেই বাউট শেষ করে দেন বালিয়ান। দীপক আবার ৩-২ হারিয়ে দেন হাঙ্গেরির মিলান আন্দ্রাস করসগকে।
সেমিফাইনালে আবার রবিন্দর ০-২ পিছিয়ে থেকে অসাধারণ লড়াই করে ঘুরে দাঁড়ান। আর্মেনিয়ার লেভিক মিকায়েলিয়ানকে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। এখন দেখার, দীপক পুনিয়াকে স্পর্শ করতে পারেন কিনা রবিন্দর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।