বাংলা নিউজ > ময়দান > Rishabh Pant Health Update: কবে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন পন্ত, কবে থেকে শুরু রিহ্যাব, মিলল আপডেট

Rishabh Pant Health Update: কবে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন পন্ত, কবে থেকে শুরু রিহ্যাব, মিলল আপডেট

 ঋষভ পন্ত।

সব ঠিক ঠাক থাকলে দুই সপ্তাহ পরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্তকে। এমনটাই খবর পাওয়া গেল বোর্ড সূত্রে।

গত বছর ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত। মাথায়, পিঠে, পায়ে এবং শরীরের একাধিক জায়গায় চোট লাগে ভারতীয় ক্রিকেটারের। এমনকি লিগামেন্ট ছিড়ে গিয়েছিল তাঁর। লিগামেন্ট সারিয়ে তোলার চিকিৎসার দায়িত্ব নেয় বিসিসিআই। তাই দেরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয় তাঁকে। বিসিসিআইয়ের বিশেষ চিকিৎসক দলের নজরে রয়েছেন তিনি। সম্প্রতি লিগামেন্টের অস্ত্রোপচার হয় তাঁর। বিসিসিআই সূত্রে খবর, ১০ দিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আপাতত তাঁর উপর নজর রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্র মারফত জানা গিয়েছে, পন্তের মিডিয়াল কোলেটরাল লিগামেন্ট ও অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটি বড় অস্ত্রোপচার হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। বাকি লিগামেন্ট গুলি স্বাভাবিক নিয়মেই সেরে উঠবে বলে মনে করছেন চিকিৎসকরা। বিসিসিআই এর এক কর্তা বলেন, ‘ঋষভের সবকটি লিগামেন্টে আঘাত লেগেছে। ক্রুসিয়েট লিগামেন্টে চোট গুরুতর ছিল। তাই অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছিল। এখন তার ওপর নজর রাখা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আবার মূল্যায়ন করবেন চিকিৎসকরা। আশা করি আর কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।’

সূত্রের খবর, দুই সপ্তাহ পরে পন্তকে ছেড়ে দেওয়া হতে পারে। এরপর বিসিসিআই তাঁর উপর নজর রাখবে এবং জাতীয় ক্রিকেট একাডেমিতে তাঁর রিহ্যাব চলবে। সেই কর্তা আরও বলেন, ‘লিগামেন্টের চোট সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সেরে যায়। তবে পন্থের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। পুরোপুরি সেরে ওঠার পর শুরু হবে শক্তি বাড়ানোর পরীক্ষা। সেই সময়টা অনেকটাই কঠিন। সেটা ও বুঝতে পারবে। আগামী দুই মাস পর একটি মূল্যায়ন করা হবে। এখনই ঋষভ খেলায় ফিরতে পারবে কিনা তা দেখা হবে। ওকে কাউন্সিলিং সেশনের মধ্যে দিয়েও যেতে হবে। তবে মনে করা হচ্ছে তাঁর খেলা শুরু করতে করতে চার থেকে ছয় মাস লেগে যেতে পারে।’

সম্প্রতি দুর্ঘটনা হওয়ার পর প্রথম টুইট করেন পন্ত। সেখানে তিনি বিসিসিআই কর্তা এবং তাঁর শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য। এখন এটাই দেখার বিষয় হাসপাতাল থেকে কবে ছুটি পান পন্ত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

বন্ধ করুন