শুভব্রত মুখার্জি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের কিপার ব্যাটার ঋষভ পন্ত। বরাতজোরে প্রাণে রক্ষা পান দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলা বাঁহাতি এই ব্যাটার। বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। আর তারপরেই তিনি হাসপাতালের বিছানায় শুয়েই দেখা করলেন তাঁর প্রাণরক্ষাকারী দুই যুবকের সঙ্গে। হাসপাতালের বিছানায় শুয়েই কথা বললেন রজত এবং নিশুর সঙ্গে। উল্লেখ্য এই দুই ব্যক্তির তৎপরতার কারণে পন্ত নতুন জীবন পেয়েছেন। স্থিতিশীল পন্তের শারীরিক অবস্থার বিষয়ে বিসিসিআই সর্বদা নজর রেখে চলেছে।
আরও পড়ুন… বাইক স্টার্ট করার জন্য লড়াই করছেন এমএস ধোনি! ভাইরাল হল মাহির ভিডিয়ো
উল্লেখ্য দেরাদুন যাওয়ার পথে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন পন্ত। ঋষভের দাবি ছিল, রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মধ্যে থেকে টেনে বের করতে হয় পন্তকে। এরপরেই আগুন ধরে যায় পন্তের গাড়িতে। দাউদাউ করে জ্বলতে থাকে পন্তের গাড়ি। সেদিন পন্তের প্রাণ বাঁচানো দুই ব্যক্তি সোমবারেই দেখা করেন পন্তের সঙ্গে হাসপাতালে। সেদিন পন্তের মার্সিডিজ গাড়ি আগুন লেগে যাওয়ার আগেই পন্তের প্রাণ বাঁচিয়েছিলেন এই দুজন।
আরও পড়ুন… বাইশ গজে নিজের স্বপ্নের কথা জানিয়ে সুনীল গাভাসকরকে ধন্যবাদ জানালেন উমরান মালিক
অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা থেকে শুরু করে পুলিশকে খবর দেওয়া সবটাই সামলেছেন রজত এবং নিশু। সেই সময়ে এই দুই ব্যক্তি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তারা চিনতেন না পন্তকে। পরবর্তীতে তারা জানতে পারেন তিনি ভারতীয় দলের ক্রিকেটার। যে ছবিটি প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে পন্তের বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছেন দুই ব্যক্তি। তারা খবর নিচ্ছেন পন্তের। পন্ত বিছানায় আধশোয়া অবস্থায় রয়েছেন। কথা বলছেন রজত এবং নিশুর সঙ্গে। পন্তের সারা শরীরে রয়েছে ব্যান্ডেজ। তাঁর বাঁহাতটি রয়েছে ড্রিপের সঙ্গে।