বাংলা নিউজ > ময়দান > বাইশ গজে নিজের স্বপ্নের কথা জানিয়ে সুনীল গাভাসকরকে ধন্যবাদ জানালেন উমরান মালিক

বাইশ গজে নিজের স্বপ্নের কথা জানিয়ে সুনীল গাভাসকরকে ধন্যবাদ জানালেন উমরান মালিক

অনুশীলনে উমরান মালিক (ছবি-এএনআই)

সুনীল গাভাসকরকে ধন্যবাদ জানিয়ে ফাস্ট বোলার নিউজ 24 কে বলেন, ‘ধন্যবাদ স্যার। তিনি যদি আমাকে দেখে উত্তেজিত হন, আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগে যখন কেউ আমার জন্য কিছু বলে এবং এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।’

টিম ইন্ডিয়ার তরুণ বোলার উমরান মালিক ২০২২ সালে নিজের গতি দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডের ডেভন কনওয়কে নিজের প্রথম আন্তর্জাতিক শিকার করেন তিনি। এরপর বাংলাদেশ সফরেও ফাস্ট বোলিং দিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলেন এই বোলার। এরপর উমরানের বোলিং নিয়ে বেশ উচ্ছ্বসিত অনেক অভিজ্ঞ খেলোয়াড়। প্রাক্তন ভারতীয় অভিজ্ঞ সুনীল গাভাসকরও উমরান সম্পর্কে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন… জলে যাবে MI-এর ১৭.৫০ কোটি! IPL 2023 অর্ধেক মরশুম বল করতে পারবেন না ক্যামরন গ্রিন

সুনীল গাভাসকর বলেছিলেন যে সচিন তেন্ডুলকরের পর উমরানকে মাঠে দেখে তিনি খুব উত্তেজিত ছিলেন। উমরান মালিক তাঁর দ্রুত গতির জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। তাঁর গতি ডেল স্টেইন, ব্রেট লি এবং ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি খেলোয়াড়দের লাইমলাইটে নিয়ে এসেছে। স্পিডস্টার ডেল স্টেইন আইপিএল চলাকালীন উমরান মালিকের প্রধান সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। একই সময়ে, ব্রেট লি তাঁকে রেসার কার ফেরারির সঙ্গে তুলনা করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দলে রাখা হয়নি উমরানকে। এরপরই ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাক্তন অভিজ্ঞ ওয়াসিম আক্রম। সুনীল গাভাসকরও ফাস্ট বোলারের প্রশংসা করেছিলেন, তারপরে এখন তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ বোলার।

আরও পড়ুন… বাবর, রিজওয়ানের T20 ক্যারিয়ার তবে শেষ? আফ্রিদির ঠিক করা মাপকাঠিতে চাপ বাড়ল

সুনীল গাভাসকরকে ধন্যবাদ জানিয়ে ফাস্ট বোলার নিউজ 24 কে বলেন, ‘ধন্যবাদ স্যার। তিনি যদি আমাকে দেখে উত্তেজিত হন, আমি তাঁর কাছে কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগে যখন কেউ আমার জন্য কিছু বলে এবং এটা আমার জন্য অনেক বড় ব্যাপার।’

নিজের খেলা নিয়ে উমরান বলেন, ‘দেখুন, যে কোনও জায়গা থেকে ক্রিকেট খেলার ডাক পেলে আমাকে খেলতে হবে। তারপর সেটা রঞ্জি হোক বা অন্য কিছু। আমি যদি জাতীয় ক্রিকেট না খেলি, আমি যা খুশি খেলি। আমি ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটে খেলতে প্রস্তুত। প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে টেস্ট জার্সি পরার এবং আশা করি যখনই সুযোগ পাব তখনই খেলব। যদি হয়, আমি আমার শতভাগ দেব।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হতে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে দলে জায়গা পেয়েছেন উমরান মালিক। এখন পর্যন্ত মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এখন দেখার বিষয় একাদশে সুযোগ পেলে কেমন পারফর্ম করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন