বাংলা নিউজ > ময়দান > BAN Legends vs WI Legends: স্মিথের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশকে ওড়াল ওয়েস্ট ইন্ডিজ
জমাট ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের। ছবি- টুইটার (@RSWorldSeries)।

BAN Legends vs WI Legends: স্মিথের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশকে ওড়াল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে দাপুটে জয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ অভিযান শুরু ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের।

এবছর আরও বড় আকারে আত্মপ্রকাশ করেছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস মুখোমুখি হয় সাউথ আফ্রিকা লেজেন্ডসের। প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছেন সচিন তেন্ডুলকররা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ লেজেন্ডস। ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

11 Sep 2022, 06:43:02 PM IST

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন পারকিনস

১৫.২ ওভারে অলক কাপালির বলে ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন উইলিয়াম পারকিনস। বাংলাদেশের ৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ৪ উইকেটে ১০১ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এডওয়ার্ডস ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২২ রান করে নট-আউট থাকেন। পারকিনস ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।

11 Sep 2022, 06:41:34 PM IST

৫ ওভারে দরকার ৫ রান

জয়ের জন্য শেষ ৫ ওভার অর্থাৎ ৩০ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৫ রান। ১৫ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। এডওয়ার্ডস ২১ রানে ব্যাট করছেন।

11 Sep 2022, 06:36:12 PM IST

৬ ওভারে দরকার ১২ রান

জয়ের জন্য শেষ ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১২ রান। ১৪ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪ উইকেটে ৮৭ রান। এডওয়ার্ডস ১৬ রানে ব্যাট করছেন।

11 Sep 2022, 06:31:40 PM IST

রান-আউট দানজা

১২.৫ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন দানজা হায়াত। ৪ বলে ১ রান করেন তিনি। ৭৯ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন উইলিয়াম পারকিনস। জয়ের জন্য ৭ ওভারে ২০ রান দরকার ক্যারিবিয়ানদের। এডওয়ার্ডস ৯ রানে ব্যাট করছেন।

11 Sep 2022, 06:24:25 PM IST

ডোয়েন স্মিথ আউট

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরেই আউট হয়ে মাঠ ছাড়েন ডোয়েন স্মিথ। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৭৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামের দানজা হায়াত। ৮ ওভারে ২৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।

11 Sep 2022, 06:22:49 PM IST

হাফ-সেঞ্চুরি স্মিথের

৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ১১.৩ ওভারে অলক কাপালির বলে চার মেরে পঞ্চাশ রানের গণ্ডি টপকে যান স্মিথ।

11 Sep 2022, 06:20:39 PM IST

আবুলের ওভারে ১০ রান

১১তম ওভারে আবুলের বলে ১টি করে চার মারেন এডওয়ার্ডস ও স্মিথ। ওভারে মোট ১০ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৬৮ রান। স্মিথ ৪৭ ও এডওয়ার্ডস ৭ রানে ব্যাট করছেন।

11 Sep 2022, 06:15:35 PM IST

দেওনারায়ন আউট

৯.৫ ওভারে ডলার মহম্মদের বলে পরিবর্ত ফিল্ডার আলমগীরের হাতে ধরা পড়েন নরসিং দেওনারায়ন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ৮ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৫৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কার্ক এডওয়ার্ডস। ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৫৮ রান। স্মিথ ৪২ রানে ব্যাট করছেন।

11 Sep 2022, 06:10:19 PM IST

আবুলের ওভারে ১ রান

নবম ওভারে বল করতে আসেন আবুল হাসান। তিনি ১ রান খরচ করেন। ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৫১ রান।

11 Sep 2022, 06:03:26 PM IST

৫০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ

অষ্টম ওভারে শরিফের চতুর্থ বলে ছক্কা হাঁকান স্মিথ। ওভারে মোট ১০ রান ওঠে। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৫০ রান। স্মিথ ২৯ বলে ৩৬ রান করেছেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

11 Sep 2022, 05:58:14 PM IST

রাজ্জাকের বোলিং কোটা শেষ

৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন আব্দুর রাজ্জাক। সপ্তম ওভারে তাঁর বলে জোড়া বাউন্ডারি মারেন স্মিথ। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৪০ রান। রাজ্জাক ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

11 Sep 2022, 05:55:39 PM IST

পাওয়ার প্লের খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে। ১৯ বলে ২০ রান করেছেন ডোয়েন স্মিথ। তিনি ৪টি চার মেরেছেন। ১২ বলে ৬ রান করেছেন দেওনারায়ন।

11 Sep 2022, 05:51:24 PM IST

টাইট বোলিং রাজ্জাকের

পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন আব্দুর রাজ্জাক। তিনি নিজের তৃতীয় ওভারে ৫ রান খরচ করেন। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ২৭ রান।

11 Sep 2022, 05:47:36 PM IST

শাহাদতের ওভারে ৬ রান

চতুর্থ ওভারে শাহাদত হোসেন ৬ রান খরচ করেন। চার ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। স্মিথ ১১ ও দেওনারায়ন ৬ রানে ব্যাট করছেন।

11 Sep 2022, 05:43:30 PM IST

মহম্মদকে ফেরালেন রাজ্জাক

শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। ২.২ ওভারে ডেভ মহম্মদকে সাজঘরে ফেরালেন আব্দুর রাজ্জাক। ৫ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন মহম্মদ। ওয়েস্ট ইন্ডিজ ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নরসিং দেওনারায়ন। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৬ রান।

11 Sep 2022, 05:36:56 PM IST

শাহাদতের ওভারে ৬ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন বাংলাদেশ দলনায়ক শাহাদত হোসেন। ওভারে মোট ৬ রান ওঠে। ১টি চার মারেন ডেভ মহম্মদ। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান।

11 Sep 2022, 05:30:44 PM IST

শুরুতেই স্মিথের জোড়া বাউন্ডারি

ডেভ মহম্মদকে সঙ্গে নিয়ে ইনিংসের ওপেন করতে নামেন ডোয়েন স্মিথ। বোলিং শুরু করেন আব্দুর রাজ্জাক। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন স্মিথ। প্রথম ওভারে ৯ রান ওঠে।

11 Sep 2022, 05:10:24 PM IST

বাংলাদেশ অল-আউট

১৯.৪ ওভারে স্যান্টকির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শাহাদত হোসেন। ২ বলে ১ রান করে সাজঘরে পেরেন তিনি। বাংলাদেশ ৯৮ রানে আল-আউট হয়ে যায়। ২৭ বলে ২২ রান করে নট-আউট থাকেন ধীমান ঘোষ। তিনি কোনও বাউন্ডারি মারেননি। স্যান্টকি ২.৪ ওভার বল করে ৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের দরকার ৯৯ রান।

11 Sep 2022, 05:06:40 PM IST

ডলার মেহমুদ আউট

১৯.১ ওভারে স্যান্টকির বলে পাওয়েলের হাতে ধরা পড়েন ডলার মেহমুদ। ৪ বলে ১ রান করেন তিনি। বাংলাদেশ ৯৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন শাহাদত হোসেন।

11 Sep 2022, 05:00:46 PM IST

আউট হলেন রাজ্জাক

১৮.২ ওভারে সুলেমান বেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আব্দুর রাজ্জাক। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৯২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডলার মেহমুদ। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৯৬ রান। ২১ রান করেছেন ধীমান। বেন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

11 Sep 2022, 04:57:59 PM IST

৯০-এর ঘরে বাংলাদেশ

১৮তম ওভারে ডেভ মহম্মদের চতুর্থ বলে ছক্কা মারেন রাজ্জাক। ওভারে মোট ১১ রান ওঠে। বাংলাদেশ লেজেন্ডসের স্কোর ৭ উইকেটে ৯১ রান। রাজ্জাক ৯ বলে ১৩ রান করেছেন। ২৪ বলে ১৯ রান করেছেন ধীমান।

11 Sep 2022, 04:54:30 PM IST

১০০ টপকাতে পারবে বাংলাদেশ?

১৭তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন দেবেন্দ্র বিশু। বাংলাদেশ লেজেন্ডসের স্কোর ৭ উইকেটে ৮০ রান। ধীমান ১৬ ও রাজ্জাক ৫ রানে ব্যাট করছেন। বিশু ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছেন।

11 Sep 2022, 04:45:04 PM IST

মহম্মদ শরিফ আউট

১৫.১ ওভারে ডেভ মহম্মদের বলে সুলেমান বেনের হাতে ধরা পড়েন মহম্মদ শরিফ। ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৬৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আব্দুর রাজ্জাক। তিনি ওভারের তৃতীয় বলে চার মারেন। একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যায়। ওভারে মোট ৯ রান ওঠে। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৭৭ রান। 

11 Sep 2022, 04:43:56 PM IST

৫ ওভারের খেলা বাকি

১৫ ওভারে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৬৮ রান। ধীমান ঘোষ ১৬ বলে ১৪ রান করেছেন। ৫ বলে ৩ রান করেছেন মহম্মদ শরিফ।

11 Sep 2022, 04:36:57 PM IST

আবুল আউট

১৩.৫ ওভারে ডেভ মহম্মদের বলে হায়াতের হাতে ধরা পড়েন আবুল হাসান। ৬ বলে ৩ রান করেন তিনি। বাংলাদেশ ৬২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শরিফ।

11 Sep 2022, 04:29:21 PM IST

অলক কাপালি আউট

১২.৩ ওভারে দেবেন্দ্র বিশুর বলে পাওয়েলের হাতে ধরা পড়েন অলক কাপালি। ২০ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৫৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আবুল হাসান। ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৬১ রান।

11 Sep 2022, 04:27:08 PM IST

৫০ টপকাল বাংলাদেশ

১২তম ওভারে সুলেমান বেনের শেষ বলে চার মারেন অলক কাপালি। ওভারে মোট ১০ রান ওঠে। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৫৬ রান। কাপালি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৯ রান করেছেন।

11 Sep 2022, 04:24:52 PM IST

প্রথম ছক্কা বাংলাদেশের

১১তম ওভারে প্রথম ছক্কা মারে বাংলাদেশ। দেবেন্দ্র বিশুর দ্বিতীয় বলে ছয় মারেন কাপালি। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪৬ রান। অলক ১৪ রান করেছেন।

11 Sep 2022, 04:19:53 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভারের খেলা শেষ। বাংলাদেশ প্রথম ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৬ রান সংগ্রহ করেছে। ১১ বলে ৬ রান করেছেন অলক কাপালি। ধীমান ৬ বলে ২ রান করেছেন।

11 Sep 2022, 04:15:02 PM IST

মার্লনের ওভারে ৫ রান

নবম ওভারে মার্লন ব্ল্য়াক ৫ রান খরচ করেন। ৯ ওভার শেষে বাংলাদেশ লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ৩৫ রান। কাপালি ৫ রানে ব্যাট করছেন।

11 Sep 2022, 04:08:41 PM IST

আফতাব আউট

অষ্টম ওভারে বল করতে আসেন সুলেমান বেন। তৃতীয় বলে রিবার্স সুইপে চার মারেন আফতাব। পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করেন আফতাব। বাংলাদেশ ৩০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধীমান ঘোষ।

11 Sep 2022, 04:02:22 PM IST

ইমরান আউট

৬.৩ ওভারে মার্লন ব্ল্যাকের বলে এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন তুষার ইমরান। ১৬ বলে ৬ রান করেন তিনি। বাংলাদেশ ২০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অলক কাপালি। ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন আফতাব। সুতরাং ৪২নম্বর বলে বাংলাদেশ ম্যাচে প্রথম চার মারে। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৫ রান।

11 Sep 2022, 03:58:55 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে বল করতে আসেন ডোসেন স্মিথ। তাঁর একটি ওয়াইড বল বাউন্ডারির বাইরে চলে যায়। ওভারো মোট ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৯ রান। বাংলাদেশের কোনও ব্যাটসম্যান এখনও বাউন্ডারি মারতে পারেননি। তুষার ১৫ বলে ৬ রান করেছেন। ৯ বলে ৪ রান করেছেন আফতাব।

11 Sep 2022, 03:55:02 PM IST

মেডেন ওভার পাওয়েলের

পঞ্চম ওভারে কোনও রান খরচ করেননি পাওয়েল। একটি বল ব্যাটসম্যানের পায়ে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। তবে ইচ্ছা করে পা লাগানো হয়েছে বলেই আম্পায়ার চার রান দেননি। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৯ রান।

11 Sep 2022, 03:51:30 PM IST

স্যান্টকির ওভারে ৩ রান

চতুর্থ ওভারে স্যান্টকি মাত্র ৩ রান খরচ করেন। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৯ রান। ৬ বলে ৪ রান করেছেন তুষার। ৬ বলে ২ রান করেছেন আফতাব।

11 Sep 2022, 03:43:03 PM IST

রান-আউট সাদাত

২.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন নাজমাস সাদাত। ৯ বলে ৩ রান করেন তিনি। বাংলাদেশ ৪ রানে দুই ওপেনারের উইকেট হারায়। ব্যাট করতে নামেন আফতাব আহমেদ। তৃতীয় ওভারে মাত্র ২ রান খরচ করেন পাওয়েল। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৬ রান।

11 Sep 2022, 03:39:05 PM IST

নাজিমুদ্দিন আউট

দ্বিতীয় ওভারে স্যান্টকির তৃতীয় বলে আউট হন নাজিমুদ্দিন। তিনি ফুলটস বলে সোজা ক্যাচ দিয়ে বসেন ডেভ মহম্মদের হাতে। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি নাজিমুদ্দিন। বাংলাদেশ ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তুষার ইমরান। দ্বিতীয় ওভারে ২ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪ রান।

11 Sep 2022, 03:35:48 PM IST

সতর্ক শুরু বাংলাদেশের

নাজিমুদ্দিনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সাদাত। বোলিং শুরু করেন পাওয়েল। প্রথম ওভারে ২ রান ওঠে।

11 Sep 2022, 03:35:11 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্লেয়িং ইলেভেন

কার্ক এডওয়ার্ডস (ক্যাপ্টেন), সুলেমান বেন, দানজা হায়াত, দেবেন্দ্র বিশু, মার্লন ব্ল্যাক, উইলিয়াম পারকিনস (উইকেটকিপার), নরসিং দেওনারায়ন, ডোয়েন স্মিথ, কৃষমার স্যান্টকি, ডেভ মহম্মদ ও ড্যারেন পাওয়েল।

11 Sep 2022, 03:33:09 PM IST

বাংলাদেশের প্লেয়িং ইলেভেন

নাজমাস সাদাত, নাজিমুদ্দিন, শাহাদাত হোসেন (ক্যাপ্টেন), ধীমান ঘোষ (উইকেটকিপার), তুষার ইমরান, অলক কাপালি, আফতাব আহমেদ, আবুল হাসান, ডলার মেহমুদ, আব্দুর রাজ্জাক ও মহম্মদ শরিফ।

11 Sep 2022, 03:19:18 PM IST

টস জিতল বাংলাদেশ

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২২-এর দ্বিতীয় ম্যাচে টস জিতল বাংলাদেশ। টস জিতে শাহাদত হোসেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, গ্রিন পার্কে রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন কার্ক এডওয়ার্ডস।

11 Sep 2022, 03:00:08 PM IST

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের স্কোয়াড

ব্রায়ান লারা, মার্লন ব্ল্যাক, নরসং দেওনারায়ন, সুলেমান বেন, ড্যারেন পাওয়েল, ডেভ মহম্মদ, ডোয়েন স্মিথ (উইকেটকিপার), জেরমি টেলর, কার্ক এডওয়ার্ডস (ক্যাপ্টেন), দানজা হায়াত, উইলিয়াম পারকিনস, কৃষমার স্যান্টকি, দেবেন্দর বিশু। 

11 Sep 2022, 02:55:47 PM IST

বাংলাদেশ লেজেন্ডসের স্কোয়াড

খালেদ মাসুদ, মেহরাব হোসেন, মহম্মদ শরিফ, আলমগীর কবির, অলোক কাপালি, তুষার ইমরান, নাজিমুদ্দিন, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, ধীমান ঘোষ (উইকেটকিপার), ইলিয়াস সানি, শাহাদত হোসেন (ক্যাপ্টেন), নাজমাস সাদাত, ডলার মেহমুদ, আবুল হাসান, মামুন উর রশিদ।

11 Sep 2022, 02:41:23 PM IST

উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছেন সচিনরা

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকা লেজেন্ডকে ৬১ রানে পরাজিত করে ইন্ডিয়া লেজেন্ডস। প্রথমে ব্যাট করে ইন্ডিয়া লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৭ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা লেজেন্ডস ৯ উইকেটে ১৫৬ রানে আটকে যায়।

11 Sep 2022, 02:32:34 PM IST

দ্বিতীয় মরশুমে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম মরশুমে করোনার জন্য অস্ট্রেলিয়া মাঠে ফিরতে না পারায় তাদের অভাব পূরণ করতে নামে বাংলাদেশ। এবার টুর্নামেন্টের শুরু থেকেই অংশ নিচ্ছে তারা। সুতরাং, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে এটি তাদের দ্বিতীয় মরশুম।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.