বাংলা নিউজ > ময়দান > মায়ামি ওপেন জিতেই সিংহাসন ফিরে পেলেন বোপান্না! ফের হলেন বিশ্বের ১ নম্বর প্লেয়ার

মায়ামি ওপেন জিতেই সিংহাসন ফিরে পেলেন বোপান্না! ফের হলেন বিশ্বের ১ নম্বর প্লেয়ার

মায়ামি ওপেন জিতে বোপান্না ও এবডেন। (ছবি সৌজন্যে এএফপি)

সম্প্রতি এটিপি তাদের পুরুষ ডাবলসের যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে শীর্ষে রয়েছেন রোহন বোপান্না -ম্যাথু এবডেন। গত শনিবার অর্থাৎ ৩০ মার্চ তাঁরা পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন।

শুভব্রত মুখার্জি:- চলতি বছরে বেশ ভালো ফর্মে রয়েছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। বয়স যত বাড়ছে, তত যেন ক্ষুরধার হচ্ছেন তিনি। এই বছরেই রয়েছে অলিম্পিক গেমসের আসর। তার আগে নিজের পারফরম্যান্স দিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে আশার আলো জাগাচ্ছেন তিনি। তিনি জিতেছেন মায়ামি ওপেন। তাঁর অজি পার্টনার ম্যাথু এবডেনকে সঙ্গী করে জিতেছেন মায়ামি ওপেন। আর এই ওপেন জয়ের পরপরেই ডাবলসে ফের এক নম্বর স্থান পুনঃরুদ্ধার করেছেন ভারতীয় তারকা।

সম্প্রতি এটিপি তাদের পুরুষ ডাবলসের যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে শীর্ষে রয়েছেন রোহন বোপান্না-ম্যাথু এবডেন। গত শনিবার অর্থাৎ ৩০ মার্চ তাঁরা পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন। তিন সেটের লড়াইতে হারিয়ে দেন ক্রোয়েশিয়ার ইভান ডডিচ এবং আমেরিকার অস্টিন ক্রাইচেক জুটিকে। টানটান উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ের সাক্ষী থাকেন টেনিস সমর্থকরা। এক ঘণ্টা ৪৩ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই লড়েন ইন্দো-অজি জুটি। তারপরেই মায়ামি ওপেন জেতেন তাঁরা। আর এই ট্রফি জয়ের পরেই পরিবর্তন হয়েছে পুরুষদের ডাবলসের ক্রমতালিকায়। এক নম্বরে রয়েছেন রোহন বোপান্না। দুই নম্বরে রয়েছেন ম্যাথু এবডেন। জুটি হিসেবে তাঁরা রয়েছেন এক নম্বরে।

এই তালিকায় তৃতীয় এবং চতুর্থ পজিশনে রয়েছেন ইভান ডডিচ এবং অস্টিন ক্রাইচেক। উল্লেখ্য, লিয়েন্ডার পেজের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মায়ামি ওপেনের ট্রফি জিতলেন রোহন বোপান্না। ২০১২ সালে এই ট্রফি জিতেছিলেন লিয়েন্ডার পেজ। চলতি বছরের গোড়াতেই অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসের খেতাব জিতে নজির গড়েছিলেন বোপান্না। গত বছর ম্যাথু এবডেনকে সঙ্গী করে ইন্ডিয়ান ওয়েলসের খেতাব জিতে নজির গড়েছিলেন বোপান্না। বয়স্কতম হিসেবে এটিপি মাস্টার্স ১০০০'র খেতাব জেতার নজির গড়েন তিনি। আর এবার মায়ামি ওপেন জিতে সেই নজির ভেঙে দিলেন তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.