বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: 'আমায় একটা সীমা টানতেই হবে', শামি-সিরাজদের নিয়ে এ কী বললেন রোহিত?

IND vs NZ: 'আমায় একটা সীমা টানতেই হবে', শামি-সিরাজদের নিয়ে এ কী বললেন রোহিত?

মহম্মদ শামি ও রোহিত শর্মা। (ফাইল ছবি) (AP)

রায়পুরে ভারতীয় বোলারদের দাপটে ম্যাচ-সহ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। দুর্দান্ত বোলিং করেন মহম্মদ শামি। ম্যাচ শেষের রোহিতকে তাঁর ফাস্ট বোলারদের কাজের চাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বেশি ওভার বল করা হলে তাঁকে পদক্ষেপ নিতে হতে পারে।

শনিবার রায়পুরে দ্বিতীয় ওডিআই ম্যাচ জেতার সঙ্গে-সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। প্রথম ওয়ানডেতে দুর্ধর্ষ খেলার পর প্রত্যেককেই আশা করেছিলেন দ্বিতীয় ম্যাচটিও জমে যাবে। তবে দুই ইনিংস মিলিয়ে ম্যাচে খেলা হল মাত্র ৫৫ ওভার। সহজেই ম্যাচ পকেটে তুলে নেয় ভারতীয় দল। ঘরের মাঠে আরও একটি সিরিজ জয়। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বোলাররা।

ম্যাচে মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ দুর্দান্ত ফর্মে ছিলেন। শামি ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অন্যদিকে সিরাজ মাত্র ১০ রান দিয়ে ১ উইকেট পান। বোলারদের দাপটে ৩৪ ওভার ৩ বলে মাত্র ১০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ম্যাচে ৫০ বলে ৫১ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগের ম্যাচে দুরন্ত ডবল সেঞ্চুরি করা শুভমন ৪০ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ওডিআইতে ভারতের জয়ের পর, রোহিতকে তাঁর ফাস্ট বোলারদের কাজের চাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বেশি ওভার বল করা হলে তাঁকে পদক্ষেপ নিতে হতে পারে। তিনি বলেন, ‘আমায় ওটায় হস্তক্ষেপ করতে হবে এবং একটা সীমা টেনে দিতে হবে। বলতে হবে বস দলে আরও বোলার আছে।’ 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সম্প্রচারকারী চ্যানেলকে শেষ পাঁচ ম্যাচে ভারতীয় বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করে রোহিত বলেন, ‘শেষ পাঁচটা ম্যাচে আমাদের বোলাররা দুর্দান্ত খেলেছে। ওদের কাছে যেটাই চাওয়া হয়েছে, ওরা সেটাই করে দেখিয়েছে।’

শনিবারের ম্যাচে শামি ও সিরাজ ছাড়া হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন। এদিকে কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট পান। সবমিলিয়ে এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে ভারতীয় বোলিং ইউনিট। ম্যাচের শেষে শামি বলেন, ‘উইকেটে একটা ভিজে ভাব ছিল। তবে ম্যাচ শুরুর পরে আমরা বুঝতে পারি যেমনটা ভেবেছিলাম, পিচ ততটা ভালো নয়। দলের প্রত্যেককে ঠিক লাইন ও লেন্থ বজায় রেখে বল করায় কাজটা অনেক সহজ হয়ে যায়।’

অন্যদিকে ভারতের অন্যতম সফল বোলার জসপ্রীত বুমরাহ অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে। পিঠের চোটের জন্য খেলতে পারেননি এশিয়া কাপ। মাত্র দুটি ম্যাচের পর ছিটকে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তবে তিনি নেটে বোলিং করা শুরু করেছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে শামি বলেন, ‘একজন ভালো ক্রিকেটার দলে না থাকলে অভাব সবসময় অনুভূত হবে। তবে কোনও ক্রিকেটার চোট পেলে খেলা তো বন্ধ হয়ে যাবে না। আমরা বুমরাহর অভাব টের পাচ্ছি। ওর ফেরার অপেক্ষায় রয়েছি আমরা সবাই।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন