রওয়ান্ডা বনাম ঘানার নিতান্ত লো প্রোফাইল টি-২০ সিরিজ। তাতেই কিনা এমন এক নজির তৈরি হয়ে গেল, যা এর আগে কখনও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে দেখা যায়নি।
৫ ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলতে রওয়ান্ডা সফরে গিয়েছে ঘানা। সিরিজের প্রথম দু'টি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। সেই দু'টি ম্যাচেই অদ্ভুত এক ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১ উইকেটে জয় তুলে নেয় রওয়ান্ডা। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরায় ঘানা। উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে অর্থাৎ এক নম্বর ম্যাচে এক উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে বা দু'নম্বর ম্যাচে ২ উইকেটের ব্যবধানে ফয়সলা হওয়ার নজির নেই। সুতরাং, নিছক সংখ্যাতত্ত্বের নিরিখে এমন নজির আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শুরুতে ব্যাট করে ঘানা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রওয়ান্ডা ১৯.৪ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে সিরিজে ১-০ লিড নেয় তারা।
দ্বিতীয় টি-২০ ম্যাচে রওয়ান্ডা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ঘানা ১৭.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলে জয় নিশ্চিত করে। ৫ ম্যাচের সিরিজ আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।