বাংলা নিউজ > ময়দান > রওয়ান্ডা বনাম ঘানার T20 সিরিজে চমকে দেওয়া নজির, আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা আগে কখনও দেখা যায়নি

রওয়ান্ডা বনাম ঘানার T20 সিরিজে চমকে দেওয়া নজির, আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা আগে কখনও দেখা যায়নি

রওয়ান্ডা বনাম ঘানা ম্যাচের মুহূর্ত। ছবি- টুইটার (@RwandaCricket)।

পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে।

রওয়ান্ডা বনাম ঘানার নিতান্ত লো প্রোফাইল টি-২০ সিরিজ। তাতেই কিনা এমন এক নজির তৈরি হয়ে গেল, যা এর আগে কখনও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে দেখা যায়নি।

৫ ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলতে রওয়ান্ডা সফরে গিয়েছে ঘানা। সিরিজের প্রথম দু'টি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। সেই দু'টি ম্যাচেই অদ্ভুত এক ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১ উইকেটে জয় তুলে নেয় রওয়ান্ডা। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরায় ঘানা। উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে অর্থাৎ এক নম্বর ম্যাচে এক উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে বা দু'নম্বর ম্যাচে ২ উইকেটের ব্যবধানে ফয়সলা হওয়ার নজির নেই। সুতরাং, নিছক সংখ্যাতত্ত্বের নিরিখে এমন নজির আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শুরুতে ব্যাট করে ঘানা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রওয়ান্ডা ১৯.৪ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে সিরিজে ১-০ লিড নেয় তারা।

দ্বিতীয় টি-২০ ম্যাচে রওয়ান্ডা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ঘানা ১৭.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলে জয় নিশ্চিত করে। ৫ ম্যাচের সিরিজ আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে।

বন্ধ করুন