সফল প্রত্যাবর্তনের পরেও ফের সমস্যার মুখে সানিয়া মির্জা। পায়ের শিরায় সামান্য চোট আছে তাঁর। এর ফলে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসে খেলবেন না তিনি। তবে নাডিয়া কিচেনকের সঙ্গে মহিলাদের ডবলসে খেলবেন সানিয়া।
রোহন বোপান্নার সঙ্গে মিক্সড ডবলসে খেলার কথা ছিল সানিয়ার। কিন্তু তিনি নাম প্রত্যাহার করে নেওয়ায় এবার কিচেনকের সঙ্গে জুটি বেঁধে খেলবেন রোহন। পুরুষদের ডবলসে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন রোহন। আমেরিকার ব্রায়ান ভাইদের কাছে তিন সেটে পরাজিত হন রোহন ও তাঁর ডবলস সঙ্গী উচিয়ামা।
মা হওয়ার পর দুই বছর পেশাদার সার্কিটের বাইরে ছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। কিচেনকের সঙ্গে জুটিতে প্রথম টুর্নামেন্টেই অবশ্য সোনা ফলিয়েছেন তিনি। হোবার্ট ওপেন জেতেন এই ভারতীয়-ইউক্রেনিয়ান জুটি। কিন্তুু প্র্যাকটিসের সময় মাসলে চোট পান তিনি। সেই কারণেই মিক্সড ডবলস খেলার ঝুঁকি নিচ্ছেন না সানিয়া।
মিক্সড ডবলসে ভারতের লিয়েন্ডার পেইসও প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি জুটি বেঁধেছেন জেলেনা ওস্টাপেঙ্কোর সঙ্গে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।