
ISL 2020-21: আইএসএলে প্রথম জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল, টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন ম্যাচ?
১ মিনিটে পড়ুন . Updated: 10 Dec 2020, 12:46 PM IST- টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে পরাজিত হয়েছে লাল-হলুদ শিবির।
বড় ম্যাচে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে হার দিয়ে আইএসএল অভিযান শুরুর পর টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল এসসি ইস্টবেঙ্গলের কাছে। যদিও তারা এখনও পর্যন্ত সমর্থকদের খুশি উপহার দিতে ব্যর্থ। ডার্বির পরে আরও দু'টি ম্যাচে পরাজিত হয়েছে লাল-হলুদ শিবির। তারাই টুর্নামেন্টের একমাত্র দল, যাদের খাতায় কোনও পয়েন্ট যোগ হয়নি।
লিগ টেবেলির একেবারে শেষে থাকা ইস্টবেঙ্গল টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের খোঁজো মাঠে নামছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। আইএসএলে লাল-হলুদ ব্রিগেডের চতুর্থ ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে আইএসএল ২০২০-২১'এ এসসি ইস্টবেঙ্গলের চতুর্থ ম্যাচ: ১০ ডিসেম্বর, ২০২০ (বৃহস্পতিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচ: তিলক ময়দান (ভাস্কো, গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।
কোন চ্যানেলে ম্যাচ দেখা যাবে খেলা:
১) ইংরেজিতে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (Star Sports 1 HD), স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি (Star Sports 2 HD) চ্যানেলে দেখা যাবে।
২) হিন্দিতে স্টার স্পোর্টস হিন্দি-১, হিন্দিতে স্টার স্পোর্টস হিন্দি-১ (Star Sports Hindi 1 HD), স্টার স্পোর্টস এবং স্টার গোল্ড ২ চ্যানেলে ম্যাচ দেখা যাবে।
৩) বাংলায় ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস বাংলায়।
৪) এছাড়াও মালায়ালম, তামিল, তেলুগু, কন্নড়, মারাঠিতেও ম্যাচ দেখা যাবে।
কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং:
১) ডিজনি প্লাস হটস্টার ভিআইপি (Disney+ Hotstar VIP)।
২) জিও টিভি (JioTV)।