যুব বিশ্বকাপের আগে ক্রিকেটারদের পর্যাপ্ত প্রস্তুতির জন্য বিসিসিআই তিন দলীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের আয়োজন করেছে কলকাতায়। ভারতের দু'টি (এ ও বি) দল ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
২৮ নভেম্বর শুরু হবে তিন দলীয় এই টুর্নামেন্ট। লিগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে। সুতরাং প্রতিটি দল মোট চারটি করে ম্যাচে মাঠে নামার সুযোগ পাবে। উদ্বোধনী ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ এ দল মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব-১৯ বি দলের।
টুর্নামেন্টে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ২৯ নভেম্বর ভারতের অনূর্ধ্ব-১৯ এ দলের বিরুদ্ধে। বাংলাদেশকে পরপর চারটি ম্যাচে মাঠে নামতে হবে। ৬ দিনে চারটি ম্যাচ খেলবে তারা। লিগের ম্যাচগুলি খেলা হবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ৩০ নভেম্বর ও ৩ ডিসেম্বর রেস্ট ডে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।
পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি:-
২৮ নভেম্বর: ভারত অনূর্ধ্ব-১৯ এ বনাম ভারত অনূর্ধ্ব-১৯ বি।
২৯ নভেম্বর: ভারত অনূর্ধ্ব-১৯ এ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
১ ডিসেম্বর: ভারত অনূর্ধ্ব-১৯ বি বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
২ ডিসেম্বর: ভারত অনূর্ধ্ব-১৯ এ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
৪ ডিসেম্বর: ভারত অনূর্ধ্ব-১৯ বি বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
৫ ডিসেম্বর: ভারত অনূর্ধ্ব-১৯ এ বনাম ভারত অনূর্ধ্ব-১৯ বি।
৭ ডিসেম্বর: ফাইনাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।