কার্যত চুপিসাড়েই শেষ হল টেনিসের বর্ণোজ্জ্বল এক অধ্যায়। যুক্তরাষ্ট্র ওপেনের ওমেনস ডাবলসে হেরে বিদায় নিলেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস জুটি। যেহেতু চলতি ইউএস ওপেনের পরেই পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন সেরেনা, তাই এটিই দুই উইলিয়ামস বোনের শেষবার জুটি বেঁধে কোর্টে নামা।
প্রথম রাউন্ডেই হারর সেরেনা-ভেনাসের:
চলতি ইউএস ওপেনের ওমেনস ডাবলসের প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লিন্ডা নসকোভা ও লুসিয়া হ্রাদেকা জুটির কাছে হেরে বসেন সেরেনা-ভেনাস জুটি। ম্যাচের ফল চেক জুটির অনুকূলে ৭-৬ (৫), ৬-৪। উল্লেখ্য, সেরেনা ও ভেনাস এবছর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের ওমেনস ডাবলসে কোর্টে নামেন।
জিতেও ক্ষমা চাইল চেক জুটি:
সেরেনা-ভেনাস জুটিকে হারানো যে কতবড় প্রাপ্তি, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবেই এমন কৃতিত্ব অর্জনের পরে উচ্ছ্বসিত দেখায় লিন্ডা ও লুসিয়াকে। তবে যেহেতু ঘরের কোর্টে এটাই উইলিয়ামস বোনেদের শেষ ম্যাচ হয়ে দাঁড়ায়, তাই জিতেও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন হ্রাদেকা। তিনি বলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না আমরা ম্যাচটা জিতেছি। সেরেনাদের হারানোর জন্য আপনাদের (দর্শকদের) কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একই সঙ্গে আমরা এমনটা করে দেখাতে পারার জন্য ভীষণ খুশি।’
আরও পড়ুন:- US Open: অবসরের আগে জ্বলে উঠেছেন সেরেনা, পৌঁছে গেলেন ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে
সেরেনার সিঙ্গলস অভিযান এখনও জারি:
ডাবলসে হারলেও সেরেনা উইলিয়ামসেকে সিঙ্গলসে ফের যুক্তরাষ্ট্র ওপেনের কোর্টে নামতে দেখা যাবে। শুক্রবারই তৃতীয় রাউন্ডের ম্যাচে সেরেনা মুখোমুখি হবেন আজলা তোমজানোভিচের বিরুদ্ধে। উইলিয়ামস দ্বিতীয় রাউন্ডে অ্যানেট কোন্টাভেইটকে ৭-৬, ২-৬, ৬-২ সেটে হারিয়ে দেন।