বাংলা নিউজ > ময়দান > মেয়ের অসুস্থতার জন্য লঙ্কা প্রিমিয়র লিগ ছেড়ে দেশে ফিরলেন আফ্রিদি!

মেয়ের অসুস্থতার জন্য লঙ্কা প্রিমিয়র লিগ ছেড়ে দেশে ফিরলেন আফ্রিদি!

শাহিদ আফ্রিদি। ছবি- স্ক্রিনগ্র্যাব।

পরিস্থিতি স্বাভাবিক হলে এলপিএলে ফিরবেন বলে আশ্বাস দেন পাক তারকা।

শুভব্রত মুখার্জি

এবছরই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। আর অভিষেক বছরেই নানা বাধা বিঘ্নের মুখে পড়তে হয়েছে এই লিগকে। একাধিক তারকা নিজেদের নাম প্রত্যাহার করেছেন। এবার লিগ চলাকালীন হঠাৎ করেই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ছেড়ে দেশে ফিরছেন গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক শাহিদ আফ্রিদি।

প্রথমদিকে স্পষ্ট না হলেও পরে জানা গেছে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডারের দেশে ফেরার কারণ। মূলত তাঁর মেয়ের অসুস্থতার জন্য দেশে ফিরেছেন তিনি। আফ্রিদির মেয়ে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি। আর তাই এই সময় তাঁর পরিবারের পাশে থাকতে এবং মেয়েকে সময় দিতেই এলপিএল ছেড়ে গেছেন তিনি।

শ্রীলঙ্কা ছেড়ে দেশে ফেরার পথে আফ্রিদি এক টুইটার বার্তায় জানিয়েছেন ‘দুর্ভাগ্যবশত, ব্যক্তিগত কারণে, জরুরী প্রয়োজনে বাড়ি ফিরে যেতে হচ্ছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই আমি ফিরে এসে এলপিএলে আমার দলে ফের যোগ দেওয়ার আশা করছি। শুভকামনা রইল।’ আফ্রিদির অবর্তমানে গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কত্ব সামলাবেন ভানুকা রাজাপক্ষে।

প্রসঙ্গত শ্রীলঙ্কা যাওয়ার আগেও তাঁকে রেখেই লাহোর থেকে বিমান চলে গিয়েছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় পৌঁছানোর পর অ্যান্টিবডি থাকার ফলে অবশ্য কোয়ারেন্টিন না করেই মাঠে নেমে খেলার সুযোগ পান আফ্রিদি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন