একসময় টলিপাড়ায় কান পাতলে শোনা যেত, টানা টিআরপি টপার মিঠাই ধারাবাহিকের নায়ক-নায়িকা আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডুর নাকি একেবারে বনিবনা হয় না। শত অনুরোধেও, কখনও কোনও রিলে সৌমিতৃষার সঙ্গে দেখা যায়নি তাঁর ‘উচ্ছেবাবু’ আদৃতকে। এরপর খবর আসতে থাকে মিঠাই সিরিয়ালের মধ্যে চলছে ভাই-দিদির প্রেম। অর্থাৎ আদৃত রায় আর কৌশাম্বি ভালোবেসে ফেলেছেন একে-অপরকে। এরপর হঠাৎই একদিন দেখা যায়, যে কৌশাম্বির সঙ্গে গলায় গলায় ভাব ছিল সৌমিতৃষার, হঠাৎই তা গায়েব! ইনস্টাগ্রাম থেকে একে-অপরকে আনফলোও করে দিয়েছেন সৌমিতৃষা-কৌশাম্বি।
এসব নিয়ে মাসের পর মাস ধরে চলতে থাকা ট্রোল করাওরই অজানা নয়। এমনকী, সৌমিতৃষা নিজেও চেষ্টা করেছিলেন কৌশাম্বি বা আদৃতকে নিয়ে তাঁকে জড়িয়ে চলা ট্রোল বন্ধ করতে, তবে পারেননি। এরপর মিঠাই শেষ হওয়ার পর, সময়ের নিয়মেই সবটা ঠান্ডা হয়ে যায়। তবে বোঝা গেল, সৌমিতৃষা আর আদৃতের সেই ঠান্ডা লড়াই মেটেনি। তাই তো, আদৃত-কৌশাম্বির বিয়েতে গোটা মিঠাই টিম হাজির থাকলেও, দেখা পাওয়া গেল না সৌমিতৃষার।
আরও পড়ুন: ৩৬ বছর বয়সে ৩ বার ডিভোর্স! তারপরও নতুন প্রেমের খবর, কোন টলি-নায়িকা বলুন তো?
তবে সৌমিতৃষার ইনস্টাগ্রাম স্টোরি বলছে, আদৃতের বিয়ের রাতে বাড়ির বাইরেই ছিলেন তিনি। ঝমিঝমে বৃষ্টিতে গাড়ির ভিতর থেকে একটি ছবি তুলেছেন মিঠাই রানি। রেড হার্ট ইমোটিকন দিয়ে তা শেয়ারও করে নিয়েছেন ইনস্টা স্টোরিতে বৃহস্পতিবার রাতেই। নায়িকার বৃষ্টি-প্রেম কারওরই অজানা নয়। পুরনো নায়কের বিয়েতে সামিল না হলেও, বৃষ্টির মজা নিতে পা রেখেছিলেন ঘরের বাইরে।
আরও পড়ুন: ‘অন্তহীনের শুরু হল…’! আদৃতকে বিয়ের ছবি শেয়ার কৌশাম্বির, নতুন বউ ভাসলেন আবেগে

মিঠাই টিমের রিউনিয়ন ছিল আদৃত-কৌশাম্বির বিয়ের কদিন আগেও। সেখানেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। মাসখানেক আগে তন্বী লাহা রায় নাম না করে অভিযোগ তুলেছিলেন, কীভাবে একজন (পড়ুন সৌমিতৃষা) হঠাৎ করেই বদলে গিয়েছে। একসময় কোলাবরেশন করে বানাত ভিডিয়ো। আর আজ হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছে পুরনো সহকর্মীদের। সেই সময়, কারও বুঝতে অসুবিধে হয়নি, তন্বীর তীর সৌমিতৃষার দিকেই। এমনকী, সৌমিতৃষা ‘ছোট পর্দায় কাজ করতে চান না এখন’ শুনে, অনেকের অভিযোগ ছিল তিনি ‘অহংকারী’ হয়ে উঠেছেন!
আরও পড়ুন: সোহেল, আরবাজের পর অর্পিতারও ডিভোর্স? সংসারের ভাঙনের খবরে মুখ খুললেন আয়ুশ শর্মা
মিঠাই সিরিয়ালের পর সৌমিতৃষা বড় পর্দায় কাজ করা শুরু করেন দেবের বিপরীতে। প্রধান ছবিতে তাঁর রুমি চরিত্র মন কেড়েছে দর্শকদের। এরপর তাঁকে দেখা যাবে সৌরভ দাসের বিপরীতে। সিনেমার নাম ১০-ই জুন।