বাংলা নিউজ > ময়দান > Shubman Gill on his father: '৩৩ রানে আউট হওয়ায় বাবার ঝাড় খেতে হয়েছিল', সিরিজের সেরা হয়ে স্বীকার শুভমন গিলের

Shubman Gill on his father: '৩৩ রানে আউট হওয়ায় বাবার ঝাড় খেতে হয়েছিল', সিরিজের সেরা হয়ে স্বীকার শুভমন গিলের

শুভমন গিল। 

Shubman Gill on his father: জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শুভমন গিলের ব্যাট থেকে ৯৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস আসে। সবমিলিয়ে তিন ম্যাচের সিরিজে ২৪৫ রান করেন শুভমন।

দ্বিতীয় একদিনের ম্যাচে ৩৩ রানে আউট হয়ে গিয়েছিলেন। সেজন্য বাবার কাছে বকুনি খেয়েছিলেন। এমনই জানালেন শুভমন গিল। সেইসঙ্গে বাবাকে সিরিজ সেরার ট্রফি এবং তৃতীয় ম্যাচে শতরান বাবাকে উৎসর্গ করলেন ভারতীয় তারকা।

সোমবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে শুভমনের ব্যাট থেকে ৯৭ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস আসে। সবমিলিয়ে তিন ম্যাচের সিরিজে ২৪৫ রান করেন শুভমন। ম্যাচের শেষে সিরিজ সেরার পুরস্কার নেওয়ার সময় শুভমন জানান, দ্বিতীয় একদিনের ম্যাচের পর বাবার বকুনি খেয়েছিলেন। ভারতীয় তারকা বলেন, 'এটা (ম্যান অফ দ্য সিরিজ এবং শতরান) আমার বাবার জন্য। কারণ বাবাই প্রধানত আমার কোচ। (দ্বিতীয় ম্যাচে) ৩৩ রানে আউট হওয়ার জন্য গতকাল (রবিবার) বাবার থেকে বকা খেয়েছিলাম। তাই এটা (ম্যান অফ দ্য সিরিজ এবং শতরান) বাবার জন্য।'

আরও পড়ুন: India vs Zimbabwe: বাজে পেস বোলিং, রাহুলের হাহাকার - এই ৫ কারণে জিম্বাবোয়ের কাছে হারতে বসেছিল ভারত

শুভমনের দুর্দান্ত জিম্বাবোয়ে সিরিজ

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন শুভমন। প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রান করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ৩৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তৃতীয় ম্যাচে তা সুদে-আসলে পুষিয়ে নেন। তিন নম্বরে নেমে ১৫ টি চার এবং একটি ছক্কার সৌজন্যে মাত্র ৯৭ বলে ১৩০ রান করেন। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অধরা প্রথম শতরান পূরণ করেন শুভমন। যিনি জিম্বাবোয়ে সফরের আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৮ রানে অপরাজিত ছিলেন। গত বছর গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে অসামান্য ৯১ রান করে ঐতিহাসিক টেস্ট জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন তৈরি করে দিয়েছিলেন।

বন্ধ করুন