বাংলা নিউজ > ময়দান > SL vs IRE: করুণারত্নে-মেন্ডিসের জোড়া শতরান, গল টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে আইরিশরা

SL vs IRE: করুণারত্নে-মেন্ডিসের জোড়া শতরান, গল টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে আইরিশরা

জোড়া শতরান করুণারত্নে ও মেন্ডিসের। ছবি- এএফপি।

Sri Lanka vs Ireland: আয়ারল্যান্ডের বিরুদ্ধে গল টেস্টের প্রথম দিনেই জাঁকিয়ে বসেছে শ্রীলঙ্কা।

শুভব্রত মুখার্জি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেই রীতিমতো ব্যাকফুটে আয়ারল্যান্ড। জোড়া শতরানে শ্রীলঙ্কাকে প্রথম দিন শেষে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছেন দিমুথ করুণারত্নে এবং কুশল মেন্ডিস। একেবারে পাটা উইকেট এবং প্রতিপক্ষের নির্বিষ বোলিংকে কাজে লাগিয়ে অনবদ্য খেললেন শ্রীলঙ্কান ব্যাটাররা। করুণারত্নে ও কুশল মেন্ডিস দুজনেই অনবদ্য দুটি শতরান উপহার দিলেন। ফলে প্রথম দিনের শেষেই শ্রীলঙ্কার রান পৌঁছয় প্রায় চারশোর কাছে। গল টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৩৮৬। টেস্টে ৪.৩৮ রান প্রতি ওভারে তুললেন লঙ্কান ব্যাটাররা।

গল টেস্টে প্রথম দুটি সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছিল আয়োজকরা। শেষ ঘন্টায় লঙ্কানদের ৩ উইকেট ফেলে কিছুটা হলেও ম্যাচে ফেরে আইরিশরা। শ্রীলঙ্কার অধিনায়ক করুণারত্নে এদিন ২৩৫ বলে করেন ১৭৯ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চারে। মেন্ডিস ১৯৩ বলে করেন ১৪০ রান। তাঁর ইনিংসে তিনি হাঁকান ১৮টি চার এবং একটি ছয়। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে করেন ২৮১ রান। গলে যে কোনও উইকেটের জুটিতে যা টেস্টে সর্বোচ্চ পার্টনারশিপ। ২০১৩ সালে পঞ্চম উইকেটের জুটিতে বাংলাদেশের মহম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম ২৬৭ রান করেছিলেন, যা এতদিন পর্যন্ত ছিল সর্বোচ্চ।

আরও পড়ুন:- GT vs RR IPL 2023: হার্দিকের ভুল চালেই বাজিমাত রাজস্থানের, ইঙ্গিত ম্যাচ জেতানো হেতমায়েরের কথায়

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। প্রথম ঘণ্টায় কোনও উইকেট না হারিয়ে তারা করে ৬৩ রান। জলপানের বিরতির পর প্রথম ওভারে নিশান মদুষ্কাকে আউট করেন ডানহাতি পেসার কার্টিস ক্যাম্ফার। তিনি করেন ২৯ রান।

এরপর প্রথম সেশনে করুণারত্নে ৬৯ বলে তাঁর অর্ধশতরান পূর্ণ করেন। চা-বিরতির আগে ১৩৯ বলে পূরণ করেন তাঁর শতরান। এটি তাঁর কেরিয়ারে পঞ্চদশ টেস্ট শতরান। লাঞ্চের বিরতি থেকে ফিরেই প্রথম ওভারে মেন্ডিস তাঁর কেরিয়ারের অষ্টম টেস্ট শতরান পূর্ণ করেন ১৪২ বলে। ৩৫৬ বল খেলে ২৮১ রানের জুটি গড়েন দুজনে।

আরও পড়ুন:- GT vs RR: ব্যাটে-বলে দুরন্ত নজির হার্দিকের, জাদেজা ছাড়া IPL-এ আর কোনও ভারতীয় ক্রিকেটারের এই কৃতিত্ব নেই

বাঁহাতি স্পিনার জর্জ ডকরেলকে সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন ডানহাতি ব্যাটার মেন্ডিস। চার নম্বরে নেমে বাজে শট খেলে শূন্য রানে আউট হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ।করুণারত্নেকে দ্বিতীয় নতুন বলে আউট করেন মার্ক। নৈশপ্রহরী হিসেবে ব্যাট করতে নামা প্রভাত জয়সূর্যকে সঙ্গে নিয়ে ২২ গজে আপাতত অপরাজিত রয়েছেন দীনেশ চণ্ডীমল। দীনেশ অপরাজিত রয়েছেন ১৮ রানে। প্রভাত জয়সূর্য অপরাজিত রয়েছেন ১৭ বলে ১২ রানে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন