শুভব্রত মুখার্জি
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য। সদ্য ঘরের মাঠে একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজে হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে। এবার ফের একবার বিশ্বক্রিকেটে নিষিদ্ধ হওয়ার সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা।
দেশের সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যে মতানৈক্য চরম পর্যায়ে পৌছে গিয়েছে। যা একেবারেই ভাল চোখে দেখছে না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। খুব দ্রুত এই অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হতে পারে আইসিসির তরফে।
পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে মুখ খুললেন তিন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বর্তমান চলমান সঙ্কটকে মাথায় রেখে আইসিসির থেকে সম্ভাব্য স্থগিতাদেশের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন দেশের ৩ অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা এবং ড্যান ভ্যান নিকার্ক।
অধিনায়করা তাদের যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘এমন এক সময়ে যখন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল, আমরা নিজেদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকার পুরুষ দলকে নভেম্বরে টি-২০ বিশ্বকাপ খেলতে হবে। প্রশাসনের বর্তমান অবস্থা দলের প্রস্তুতিকে প্রভাবিত করছে। অচলাবস্থা চলতে থাকলে আইসিসি দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করতে পারে। যা হলে টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারব না। সেটা আমাদের জন্য মোটেও গর্বের ব্যাপার নয়।’
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খোয়া জোন্ডো এক স্বাক্ষরিত বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেছেন যে বর্তমান অচলাবস্থার সমাধান না হলে দক্ষিণ আফ্রিকা হয়ত বছর শেষে অক্টোবরে-নভেম্বরে ভারতে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপে খেলতে নাও পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।