শুভব্রত মুখার্জি: ২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। তার আগেই খারাপ খবর এল শ্রীলঙ্কা দলের জন্য। কাফ মাসেলে চোটের কারণে এশিয়া কাপ থেকেই ছিটকে গিয়েছেন পেসার দুসমন্থ চামিরা। ৩-৪ দিন আগে অনুশীলনের সময়ে তিনি এই চোট পান। সেই চোট তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই দল থেকে ছিটকে যেতে হয়েছে লঙ্কান এই পেসারকে।
উল্লেখ্য চামিরা একা নন। এশিয়া কাপ শুরুর আগে এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন ভারত এবং পাকিস্তানের দুই অন্যতম সেরা পেসারও। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি গত পরশু ছিটকে গিয়েছেন আসন্ন এশিয়া কাপ থেকে। এর আগে ভারতের পেস বোলিংয়ের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছিলেন এশিয়া কাপ থেকে। তবে সদ্য শেষ হওয়া আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের গৌতম গম্ভীরদের অন্যতম সেরা অস্ত্র চামিরা ছিটকে যাওয়াতে সমস্যা বাড়বে শ্রীলঙ্কার।
ডাক্তারদের পরামর্শ নেওয়ার পরে বোর্ডের তরফে জানানো হয়েছে চামিরার পক্ষে এই কয়েকদিনে সম্পূর্ণ সেরে ওঠা সম্ভব নয়। ফলে এশিয়া কাপে আর খেলা হবে না তার। বিকল্প হিসেবে ২৮ বছর বয়সি নুয়ান থুসারাকে স্কোয়াডে নেওয়ার কথা ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। উল্লেখ্য এশিয়া কাপ শেষ হওয়ার মাসখানেক পরেই অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে এই টি-২০ বিশ্বকাপ। শ্রীলঙ্কা বোর্ডের আশা তার আগে অবশ্য সেরে উঠবেন চামিরা।
আরও পড়ুন: ঘুরিয়ে কোহলিকে T20 বিশ্বকাপে বাদ দিতে বলে দিলেন ইরফান পাঠান!
এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে 'এশিয়া কাপের ২০ সদস্যের দলে চামিরার নাম রাখা হয়েছিল। অনুশীলনের সময় বা পায়ের কাফ মাসেলে সে চোট পায়। ফলে সে এশিয়া কাপে খেলছে না। লঙ্কান নির্বাচকরা নুয়ান থুসারাকে ২০ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছে।' উল্লেখ্য গত ২০ আগস্ট এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। সহ অধিনায়ক হিসেবে থাকছেন চারিথ আসালঙ্কা।
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের সঙ্গী বাংলাদেশ ও আফগানিস্তান। ২৭ অগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ অগস্ট আমিরশাহির বিমানে উঠবে দাসুন শানাকারা।
∆ একনজরে শ্রীলঙ্কা স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুণতিলকা, পাথুম নিশঙ্ক, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাক্ষে, আসেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডার্সে, প্রভীন জয়বিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানুদি ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো (মনোনয়ন সাপেক্ষে), নুয়ান থুসারা, প্রমোদ মাদুশান (মনোনয়ন সাপেক্ষে)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।