শুভব্রত মুখার্জি
দু'জনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একনিষ্ঠ সদস্য। তাই দাদা অজিত বন্দোপাধ্যায় বনাম ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সরগরম হয়ে উঠেছিল রবিবাসরীয় সন্ধ্যায় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অফিস। দাদা বনাম ভাইয়ের লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা। আক্ষরিক অর্থেই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। শীতের রাতে কলকাতা ময়দানের পারদ চড়েছিল কয়েকগুণ।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শেষবেলায় বাজিমাত করলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। ময়দানের আদরের 'বাবুনদা'। দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে ১৩ ভোটে হারিয়ে দিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। বিওএ সভাপতি নির্বাচনে দাদা অজিত বন্দ্যোপাধ্যায পেয়েছেন ২৪ টি ভোট, স্বপন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৭ টি ভোট। শুধু সভাপতি পদ নয়, ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের পুরো প্যানেলই জিতেছে। সহ-সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ সব পদেই তাঁদের জয়জয়কার।
ভোটে জেতার পরে স্বপ্নন বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘বেঙ্গল অলিম্পিকের নির্বাচনে এটা ইতিহাস। এর আগে পুরো প্যানেল কখনওই জেতেনি। ভালো কাজ করতে চাই। একটা স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। পছন্দের জায়গাও রয়েছে। বিওএকে অন্যরকমভাবে সাজাতে চাই।’ সাধারণ সচিব নির্বাচিত হয়েছেন জহর দাস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।