বিশ্বের এক নম্বর তারকা সুন ইঙ্গসাকে হারিয়ে দিলেন ঐহিকা মুখোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগের প্রথম ম্যাচেই চিনের সুনকে ১২-১০, ৩-১১, ১৩-১১, ১১-৬ গেমে হারিয়ে দেন নৈহাটির মেয়ে। এতটা সহজেই ঐহিকা জিতেছেন যে ম্যাচটা দেখার সময় কখনও কখনও মনে হচ্ছিল যে ভারতীয় তারকা যেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আর বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৫০-র বাইরে আছেন সুন। কিন্তু ঐহিকার সেই দুর্ধর্ষ জয়ের সুযোগ নিতে ব্যর্থ হন ভারতের তারকা প্যাডলার মনিকা বাত্রা। দ্বিতীয় ম্যাচে ৩-১১, ৮-১১, ১৫-১৩, ১১-৭ গেমে হেরে যান। তারপর বিশ্বের দুই নম্বর তারকা ওয়াং ইডিকে ১১-৭, ১১-৯, ১৩-১১ গেমে উড়িয়ে দেন সৃজা আকুলা।
কিন্তু ২-১ অবস্থায় খেলতে নেমে ফের হেরে যান মনিকা (৩-১১, ৬-১১, ১৩-১১, ৯-১১)। আর নির্ণায়ক ম্যাচে ঐহিকা হেরে যান। তার ফলে ৩-২ ব্যবধানে ভারতকে হারিয়ে দেয় চিন। তা সত্ত্বেও ভারতের লড়াইয়ে মুগ্ধ হয়েছেন সকলে। কারণ ২০১০ সালের পর থেকে কোনও বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচে হারেনি চিন। আর আজকের আগে কখনও কোনও দলগত ইভেন্টে কোনও ম্যাচ হারেনন বিশ্বের এক নম্বর সুন। তারইমধ্যে ঐহিকার দুর্দান্ত জয়ের হাইলাইটস দেখে নিন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য়।
প্রথম গেমে জয় ঐহিকার
শুক্রবার বুসানে শুরুটা মন্দ করেননি ঐহিকা। দুটি দারুণ উইনার এবং দুটি বাজে ভুলের কারণে একটা সময় প্রথম গেমের দাঁড়ায় ৩-৩। কিন্তু পরে লিড নিয়ে নেন সুন। এগিয়ে ১০-৭-তে। কিন্তু তারপর প্রত্যাবর্তন করেন ঐহিকা। সুনের আক্রমণের সামনে দুর্দান্ত ডিফেন্স করতে থাকেন। শেষপর্যন্ত ফোরহ্যান্ড উইনার মেরে ১২-১০ ব্যবধানে প্রথম গেম জিতে যান।
দ্বিতীয় গেমে হার ঐহিকার
প্রথম গেম জয়ের ছন্দটা দ্বিতীয় গেমে ধরে রাখতে পারেননি ঐহিকা। বরং কেন যে তিনি বিশ্বের এক নম্বর, সেই প্রমাণ দেন সুন। শুরুতেই ০-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন ঐহিকা। শেষপর্যন্ত ২-১১ ব্যবধানে উড়ে যান। যিন সদ্য অর্জুন পুরস্কার পেয়েছেন।
তৃতীয় গেমে কামব্যাক ঐহিকার
তৃতীয় গেমে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ঐহিকা। ১৩-১১ ব্যবধানে সেই গেম জিতে নেন। একটা সময় ৬-৯ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কিন্তু মজবুত ডিফেন্স ও দুর্দান্ত ফোরহ্যান্ড উইনারের সুবাদে সুনকে খাদের কিনারায় ঠেলে দেন।
হাসতে-হাসতে চতুর্থ গেমে জয় ঐহিকার, হতবাক বিশ্বের এক নম্বর
আর এক গেম জিতলেই বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারাবেন - সেরকম পরিস্থিতিতে যে কোনও খেলোয়াড়ের উপর বাড়তি স্নায়ুর চাপ তৈরি হত। কিন্তু ঐহিকা যেন অন্য ধাতুতে গড়া। ১১-৬ গেমে জিতে যান চতুর্থ গেম। সেইসঙ্গে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে যান। আর বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ লিগের প্রথম ম্যাচেই ভারতকে জয় এনে দেন।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সের গ্রুপ অফ ডেথে পড়ল ভারতীয় হকি দল, যোগ্যতা অর্জন করতে ব্যর্থ পাকিস্তান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।