বিশ্বকাপের প্রস্তুতিতে বড়সড় ধাক্কা টিম ইন্ডিয়ার। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপের আসরেই স্টেজ রিহার্সাল সেরে ফেলার পরিকল্পনা ছিল ভারতীয় দলের। সেকারণেই এশিয়া কাপ ও বিশ্বকাপের দল কার্যত অভিন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আপাতত সেই পরিকল্পনায় একটু হেরফের করতে হবে ভারতকে। কেননা চোটের জন্য এশিয়া কাপে মাঠে নামতে পারবেন না জসপ্রীত বুমরাহ।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী বুমরাহর পিঠে চোট রয়েছে। সেই চোট সারতে বেশ কিছুদিন সময় লাগবে। সেকারণেই তিনি এশিয়া কাপে মাঠে নামতে পারবেন না।
উল্লেখ্য, এবছর টি-২০ বিশ্বকাপের জন্যই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে। ২৭ অগস্ট থেকে আমিরশাহিতে বসবে এশিয়া কাপের আসর। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবারই এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা করা হয়, তাতে নাম নেই বুমরাহর।
পরে বিসিসিআইয়ের তরফেও বুমরাহর চোটের কথা জানানো হয়। চোট রয়েছে টিম ইন্ডিয়ার আরও এক পেসার হার্ষাল প্যাটেলেরও। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চোটের জন্যই বুমরাহ ও হার্ষালের নাম এশিয়া কাপের জন্য বিবেচনা করা হয়নি। দুই তারকা এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্য়াবে রয়েছেন।
প্রাথমিকভাবে এবছর এশিয়া কাপের আসর বসার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে ওদেশের রাজনৈতিক অস্থিরতার জন্যই শ্রীলঙ্কা টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না। পরিবর্তিত পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।