আসন্ন এশিয়া কাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ভারত। যদিও পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে এশিয়া কাপে মাঠে নামতে পারবে না টিম ইন্ডিয়া। কেননা চোটের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে থাকার পরে এশিয়া কাপের দলে ফিরলেন বিরাট কোহলি। টি-২০ স্কোয়াডে ফিরেছেন লোকেশ রাহুলও। প্রাথমিকভাবে চোটের জন্য বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন রাহুল। পরে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। তবে করোনা আক্রান্ত হওয়ায় ক্যারিবিয়ান সফরে উড়ে যাওয়া হয়নি তাঁর।
ঋষভ পন্তের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নাম রয়েছে দীনেশ কার্তিকের। রবিচন্দ্রন অশ্বিনও জায়গা পেয়েছেন এশিয়া কাপের স্কোয়াডে। দীপক হুডা নিজের দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে জায়গা ধরে রেখেছেন টি-২০ স্কোয়াডে। সূর্যকুমার যাদব অটোমেটিক চয়েজ হিসেবে স্কোয়াডে জায়গা করে নেন। মহম্মদ শামির জায়গা হয়নি দলে। ইশান কিষাণ ও সঞ্জু স্যামসন বাদ পড়েছেন টি-২০ স্কোয়াড থেকে।
আরও পড়ুন:- Asia Cup 2022: জোর ধাক্কা, চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ
হার্দিক পান্ডিয়া ছাড়া এশিয়া কাপে ভারতের পেস আক্রমণে অভিজ্ঞ তারকা বলতে ভুবনেশ্বর কুমার। বাকি দুই পেসার অর্শদীপ সিং ও আবেশ খান নিতান্ত অনভিজ্ঞ। টিম ইন্ডিয়ার স্পিন আক্রমণকে রীতিমতো শক্তিশালী দেখাচ্ছে। অশ্বিন-জাদেজার সঙ্গে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই। কুলদীপ সিং জায়গা পাননি স্কোয়াডে।
মূল স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের। তাঁদের স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে। দুই তারকার সঙ্গে স্ট্যান্ড-বাই হিসেবে নাম রয়েছে পেসার দীপক চাহারের। চোটের জন্য জসপ্রীত বুমরাহ ও হার্ষাল প্যাটেলের নাম এশিয়া কাপের জন্য বিবেচিত হয়নি, এমনটাই জানিয়েছে বিসিসিআই। দুই তারকা বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর প্রক্রিয়ার রয়েছেন।
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান।
স্ট্যান্ড-বাই: শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।