বাংলা নিউজ > ময়দান > ইনফোসিসের নয়া ব্রান্ড অ্যাম্বাসেডর টেনিস আইকন রাফায়েল নাদাল

ইনফোসিসের নয়া ব্রান্ড অ্যাম্বাসেডর টেনিস আইকন রাফায়েল নাদাল

টেনিস আইকন রাফায়েল নাদাল (ছবি-রয়টার্স)

লন টেনিস বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি খেলোয়াড় রাফায়েল নাদাল। এবার স্প্যানিশ কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের সঙ্গে গাঁটছড়া বাঁধল আইটি সেক্টরের অন্যতম জনপ্রিয় কোম্পানি ইনফোসিস। বেঙ্গালুরুর এই আইটি মেজরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন রাফায়েল নাদাল।

শুভব্রত মুখার্জি: লন টেনিস বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি খেলোয়াড় রাফায়েল নাদাল। এবার স্প্যানিশ কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের সঙ্গে গাঁটছড়া বাঁধল আইটি সেক্টরের অন্যতম জনপ্রিয় কোম্পানি ইনফোসিস। বেঙ্গালুরুর এই আইটি মেজরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন রাফায়েল নাদাল। আর সে কথা সোশ্যাল মিডিয়াতে একটি টুইট করে জানিয়েছেন স্বয়ং রাফায়েল নাদাল। ইনফোসিসের সঙ্গে আপাতত তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন রাফায়েল নাদাল।

টুইট করে রাফায়েল নাদাল এই চুক্তি সম্বন্ধে জানিয়েছেন, ‘হ্যালো এভরিওয়ান, টিম ইনফোসিসের সঙ্গে যোগ দিতে পেরে আমি ভীষনরকম উচ্ছ্বসিত। আমি তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছি। গ্লোবাল টেনিসের ইকোসিস্টেমে ইনফোসিস তাদের ডিজিটাল অভিজ্ঞতা দিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। আমি এই পার্টনারশিপের জন্য মুখিয়ে রয়েছি। একসাথে আমরা সুন্দর মুহূর্ত তৈরি করব বলেই বিশ্বাস রাখি।’

এক বিবৃতিতে ইনফোসিসের তরফে জানানো হয়েছে, ‘সারা বিশ্বে স্পোর্টিং আইকন হিসেবে সমাদৃত রাফায়েল নাদাল।টেনিসের দুনিয়ার বদলের সঙ্গে সঙ্গে নাদাল যেমন অনেক কিছু বদলে দিয়েছেন ঠিক সেই ভাবেই তাঁর ক্ষমতা রয়েছে এখানেও অনেক কিছু বদলে দেওয়ার। নাদাল এমন একজন ব্যক্তিত্ব যার থেকে ব্যবসায়িক লিডাররা শিখতে পারেন কীভাবে পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে বদলে ফেলতে হয়, মানিয়ে নিতে হয় উন্নতির শিখায় পৌঁছাতে গেলে।’

ইনফোসিস এই মুহূর্তে ডিজিটাল ইনোভেশন পার্টনার হিসেবে কাজ করছে এটিপি ট্যুর, রোলাঁ গারোস, অস্ট্রেলিয়ান ওপেন, আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমের সঙ্গে। টেনিসে ভিডিয়ো এবং পরিসংখ্যানের বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইনফোসিস। সম্প্রতি ' কার্বন ট্র্যাকার' আবিষ্কার করেছে ইনফোসিস। এর ফলে এটিপি ক্রীড়াবিদদের অফসেট চলাফেরার সময়ে কার্বন ত্যাগকে মনিটর করা সম্ভব হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন