বাংলা নিউজ > ময়দান > The Ashes 2023: মইনের চোটে চাপে ইংল্যান্ড,দ্বিতীয় টেস্টের আগে তড়িঘড়ি দলে ডাকা হল রেহান আহমেদকে

The Ashes 2023: মইনের চোটে চাপে ইংল্যান্ড,দ্বিতীয় টেস্টের আগে তড়িঘড়ি দলে ডাকা হল রেহান আহমেদকে

রেহান আহমেদ।

অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনে মইন আলির তর্জনীতে একটি ফোস্কা পড়েছিল। দীর্ঘদিন পর টেস্টে দীর্ঘক্ষণ বোলিং করতে গিয়েই এই ফোস্কা পরেছে বলে মনে করা হচ্ছে। মইন যদি চোটের কারণে না খেলতে পারেন, সেটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হবে।

১৮ বছর বয়সী রেহান আহমেদকে ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে। মইন আলির আঙুলের চোট লেগেছে। যে কারণে মইনের কভার হিসেবে দলে নেওয়া হয়েছে রেহানকে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘লেস্টারশায়ারের লেগ-স্পিনার রেহান আহমেদকে ইংল্যান্ডের পুরুষদের টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে। লর্ডসে ২৮ জুন, বুধবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে স্পিনিং অলরাউন্ডার মইন আলির কভার হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে।’

সেই সঙ্গে ইসিবি যোগ করেছে, ‘১৮ বছরের রেহান আহমেদ গত শীতে করাচিতে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে পাঁচ উইকেট নিয়ে টেস্ট অভিষেক করেছিলেন। এই সপ্তাহের শেষের দিকে লন্ডনে বাকি স্কোয়াডের সঙ্গে যোগ দিলেন।’

আরও পড়ুন: ওমানকে নিয়ে ছেলেখেলা, হাসারাঙ্গার দাপটে ১০০ পার করতে পারল না ওমান, বড় জয় লঙ্কার

গত ডিসেম্বরে রেহান আহমেদ সর্বকনিষ্ঠ পুরুষ টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছিলেন। এবং টিনেজ লেগস্পিনার ১৭ বছরের মধ্যে পাকিস্তানে প্রথম টেস্ট সফরে ইংল্যান্ডকে ৩-০ ঐতিহাসিক সিরিজ জেতাতে সাহায্য করেছিলেন।

আরও পড়ুন: বাবররা কি আসবেন ভারতে বিশ্বকাপ খেলতে? প্রথম বার মুখ খুলল পাক সরকার

অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনে মইন আলির তর্জনীতে একটি ফোস্কা পড়েছিল। দীর্ঘদিন পর টেস্টে দীর্ঘক্ষণ বোলিং করতে গিয়েই এই ফোস্কা পরেছে বলে মনে করা হচ্ছে। মইন যদি চোটের কারণে না খেলতে পারেন, সেটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হবে। বিশেষ করে প্রথম টেস্টে হারের পর। বর্তমান ইংল্যান্ডের দলে গুরুত্বপূর্ণ জোরে বোলাররা থাকলেও স্পিন বোলিংয়ের ক্ষেত্রে তাদের একটি দুর্বলতা রয়েছে। সেই জায়গায় মইনের চোট ভাবাচ্ছে ব্রিটিশ শিবিরকে।

এদিকে ব্রিটিশ তারকা মইন অবসরে ভেঙে টেস্টের প্রত্যাবর্তন ম্যাচেই বল করতে গিয়ে ড্রাইং এজেন্টের অবৈধ ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এবং তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও করা হয়েছে।

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ড প্রথম দিনই ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দিয়েছিল। এবং ম্যাচের বেশির ভাগ সময়ে ইংল্যান্ড বরাবরই চালকের আসনে ছিল। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায়। পরবর্তী টেস্ট লর্ডসে ২৮ জুন থেকে ২ জুলাই শুরু হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন