ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতির জন্য আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড এগিয়ে থাকবে বলে মত প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞ। যদিও মাইকেল হোল্ডিং এক্ষেত্রে ভিন্ন মতামত পেশ করলেন। তাঁর দাবি, ইংল্যান্ডের পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারতই বরং এগিয়ে থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
এমন ধারণা পোষণ করার কারণও জানালেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা। তিনি মনে করছেন যে, ভারতের স্কোয়াডে সব ধরণের পরিস্থিতির উপযোগী ক্রিকেটার রয়েছেন। পরিবেশ পেসারদের অনুকূলে থাকলে ভারতের পেসাররা নিজেদের মেলে ধরতে পারেন। আবার পিচ ও পরিবেশ যদি স্পিনারদের সাহায্য করে, তবে ভারত দু'জন সর্বোচ্চ মানের স্পিনার খেলিয়ে নিউজিল্যান্ডকে কাবু করতে পারে।
The Telegraph-এর সঙ্গে আলোচনার সময় হোল্ডিং বলেন, ‘পরিবেশ-পরিস্থিতি অবশ্যই বড় ভূমিকা পালন করবে। তবে ভারতের যা বোলিং আক্রমণ, তাতে আবহাওয়া যদি উজ্জ্বল হয়, তবে সেটাও তাদের সাহায্য করবে। যদি সারাক্ষণ রোদ ওঠে, তাহলে ওরা দু’জন স্পিনার খেলতেও পারে। ভারতের সেই সুবিধা রয়েছে।'
হোল্ডিং আরও বলেন, ‘যদি আবহাওয়া স্যাঁতসেতে থাকে, তাহলেও আমি নিশ্চিত যে, ভারত একজন স্পিনার খেলাবে এবং সেটা রবিচন্দ্রন অশ্বিন হতে পারে। অশ্বিন ব্যাট হাতেও নিজের অবদান রাখতে পারে। সাউদাম্পটেনর পিচ স্পিনারদের সাহায্য করে, যেটা ভারত সবসময় পছন্দ করে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।