রোহিত শর্মার সিগনেচার শটগুলির মধ্যে একটি পরিচিত শট হল ‘পুল শট’। কিন্তু এই শট খেলতে গিয়ে বেশ কয়েকবার নিজের উইকেটের মূল্য দিতে হয়েছে হিটম্যানকে। যার মধ্যে একটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে। লাহিরু কুমারার ওভারের প্রথম দুই বলে ব্যাক-টু-ব্যাক বাউন্ডারি মারেন ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক করা রোহিত শর্মা। এরপরে সেই পুল শট খেলেন তিনি। ওভারের চতুর্থ বলেই সরাসরি লং অনে ফিল্ডারের হাতে ধরা ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।
রোহিত শর্মার এই পুল শট নিয়ে বিশেষ বার্তা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তার মতে টেস্ট ম্যাচে নিজের ইনিংস খেলার প্রাথমিক পর্যায়ে রোহিতকে আরও সংযতভাবে শট খেলতে পারেন। গাভাসকর স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘তাকে এটা নিয়ে ভাবতে হবে। আপনি এই শট নিয়ে যুক্তিতর্ক করতেই পারেন, বলতে পারেন যে এটি একটি প্রোডাকটিভ শট। তবে এটি একমাত্র শট নয়। তার কাছে আরও অনেক কিছু রয়েছে। এখন প্রত্যেক বোলার, যার একটু গতি আছে তারা রোহিতের বিরুদ্ধে বল করতে গিয়ে ভাবেন যে, ‘দু-একটা ছক্কা বা বাউন্ডারি মারলে মারুক, তাতে আমার কোনও আপত্তি নেই, কিন্তু সে এই শট খেললে আউট হওয়ার একটা সুযোগ থাকবে, কারণ সে আকাশে তুলে এই শট খেলবে।’
রোহিত ২৮ বলে ২৯ রান করে আউট হয়েছিলেন। প্রথমবার তিনি চারটি টেস্ট ম্যাচের একটি ইনিংসে অন্তত একটি হাফ সেঞ্চুরি করতে পারেননি। গাভাসকর আরও বলেন, ‘তাই তাকে এই শট খেলার ক্ষেত্রে শতকরা হার বের করতে হবে। যদি তিনি মনে করেন যে শতাংশগুলি তার পক্ষে কাজ করছে, তাহলে বলব এই খেলতে পারেন। কিন্তু এই মুহূর্তে সেটা তার পক্ষে কাজ করছে না। তাই হয়তো ৮০, ৯০, ১০০ না হওয়া পর্যন্ত তার এই শটটিকে কোল্ড স্টোরেজে রাখা উচিত।’ রবীন্দ্র জাদেজার অপরাজিত ১৭৫ রানের সুবাদে ভারত শেষ পর্যন্ত ৫৭৪/৮ রান তোলে। এরপরে অলরাউন্ডার জাদেজা নয় উইকেট নেন এবং ভারত ইনিংস এবং ২২২ রানে জয় পায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।