উইম্বলডনে প্রত্যাবর্তনের পর আসন্ন অলিম্পিক্সের জন্য ব্রিটেনের জাতীয় দলেও ফিরলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা অ্যান্ডি মারে। আসন্ন টোকিও অলিম্পিক্সে সিঙ্গলেস ও ডবলস, দুই বিভাগেই ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে তিন বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারেকে।
ব্রিটিশ অলিম্পিক্স সংস্থার তরফে বৃহস্পতিবার (২৪ জুন) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। সিঙ্গলসে ড্যান ইভান্সের সঙ্গে ব্রিটিনের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ডাবলসে জো স্যালিসবারির সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামবেন মারে।
এক বিবৃতিতে মারে জানান, ‘আমার কাছে অলিম্পিক্সের গুরুত্ব অপরিসীম। পাঁচ বছর আগে রিওতে গ্রেট ব্রিটেন দলকে নেতৃত্ব দেওয়া আমার কেরিয়ারে অন্যতম হাইলাইট। চতুর্থবার অলিম্পিক্সে খেলতে নামা আমার কাছে বিরাট গৌরবের। দ্বিতীয়বার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে অলিম্পিক্সে কোর্টে নামার চ্যালেঞ্জ সামলাতে আমি মুখিয়ে রয়েছি।’
সম্প্রতি সোমবার (২৮ জুন) থেকে শুরু হতে চলা উইম্বলডনে ওয়াইল্ড কার্ড হিসাবে খেলার সুযোগ পেয়েছেন মারে। এবার টোকিওতেও অংশগ্রহণে কাজে আসল সংরক্ষণ। ব়্যাঙ্কিংয়ের বিচারে ১১৯ নম্বর হওয়া সত্ত্বেও অলিম্পিক্সের প্রাক্তন চ্যাম্পিয়নদের জন্ বিশেষ সংরক্ষণের সুবাদেই টোকিও অংশগ্রহণ করার ছাড়পত্র পেলেন তিনি। ২০১২ সালে দেশের মাটিতে রজার ফেডেরার ও ২০১৬ সালে রিওতে জুয়ান মার্টিন দেল পত্রোকে পরাজিত করার পর টানা তৃতীয় সোনা জেতার লক্ষ্যেই টোকিওতে নামবেন মারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।