উইমেন্স প্রিমিয়র লিগের দামাদা বেজে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে হয়েছে নিলাম প্রক্রিয়া। দলগুলি নিজেদের পছন্দের মতো ক্রিকেটারদের কিনে নিয়েছে। এবার শুরু হয়েছে অধিনায়ক এবং সহ অধিনায়ক ঘোষণার পালা।
প্রথম বর্ষের উইমেন্স প্রিমিয়র লিগে পাঁচটি দলের মধ্যে অন্যতম একটি দল ইউপি ওয়ারিয়র্জ। এই ফ্র্যাঞ্চাইজি ভারতীয় দলের তারকা ক্রিকেটার দীপ্তি শর্মাকে তাদের সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করছে। ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং নিয়মিত সদস্য দীপ্তি শর্মা। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে ২.৬ কোটি টাকায় কেনে ইউপি। এর আগে অধিনায়ক হিসেবে অ্যালিসা হিলির নাম ঘোষণা করে তারা।
২০১৬ সালে ভারতীয় মহিলা দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে দীপ্তি শর্মার। ৯২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ৯৪১। উইকেট নিয়েছেন ১০২টি। আইসিসির প্রকাশিত অলরাউন্ডার তালিকায় চার নম্বর স্থানে রয়েছেন বাংলার এই ক্রিকেটার।
একটি বিবৃতিতে দীপ্তি শর্মা জানিয়েছেন, ‘অধিনায়ক অ্যালিসা হিলি এবং অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে নিয়ে আশা করি আমরা ভালোভাবে দল পরিচালনা করতে পারব এবং দুর্দান্ত ক্রিকেট খেলব।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি উইমেন্স প্রিমিয়র লিগে আমাদের পারফম্যান্সের ফলে উত্তরপ্রদেশের ক্রিকেটকে আরও উন্নতি করবে। এই টুর্নামেন্ট দেখে তরুণ মহিলা ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে। টুর্নামেন্ট শুরু হওয়ার অধীর অপেক্ষায় রয়েছি আমরা।’
ইউপি ওয়ারিয়র্জ দলের কোচ হয়েছেন ইংল্যান্ডের জন লুইস। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অঞ্জু জৈন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাশলে নফকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন লিসা স্থালেকার দলের মেন্টর হিসেবে কাজ করবেন।
২০২২ সালের অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ড উইমেন্স প্রিমিয়র লিগের কথা ঘোষণা করে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট বোর্ডের প্রধান থাকাকালীন মেয়েদের এই টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা নেন। প্রথম বর্ষের উইমেন্স প্রিমিয়ার লিগ ৪ মার্চ থেকে ২৬ মার্চ মুম্বইয়ের ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।