বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো- বাজপাখির মতো ক্যাচ নিয়ে নিজেই অবাক জেমিমা

ভিডিয়ো- বাজপাখির মতো ক্যাচ নিয়ে নিজেই অবাক জেমিমা

জেমিমা যেন জন্টি (ছবি-টুইটার)

জেমিমার ক্যাচ মনে করিয়ে দিল দক্ষিণ আফ্রিকার প্রবাদপ্রতিম ফিল্ডার জন্টি রোডসকে। অত্যন্ত কঠিন একটি ক্যাচকে যেভাবে বাজপাখির মতন উড়ে গিযে ছোঁ মেরে তালুবন্দি করলেন তা এককথায় অনবদ্য। মিড অনে ফিল্ডিং করছিলেন জেমিম।

শুভব্রত মুখার্জি: চলতি ডব্লুপিএল ইতিমধ্যেই সুপারহিট। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে একাধিক অনবদ্য মুহূর্তের সাক্ষী থেকেছেন ক্রিকেট ভক্তরা। প্রায় প্রতি ম্যাচেই কিছু না কিছু মনে রাখার মতন ঘটনা ঘটে চলেছে। সোমবার চলতি ডব্লুপিএলের ১৮তম ম্যাচও তার ব্যতিক্রম হল না। ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে এ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল চলতি ডব্লুপিএলের অন্যতম সেরা দুই দল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এ দিনের ম্যাচেই এক অনবদ্য ক্যাচ নিলেন ভারতীয় তারকা জেমিমা রডরিগেজ!

আরও পড়ুন… Anthony Rebello passes away: সত্তর ও আশির দশকে দাপিয়ে খেলতেন রক্ষণে, প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলার রেবেলো

জেমিমার ক্যাচ মনে করিয়ে দিল দক্ষিণ আফ্রিকার প্রবাদপ্রতিম ফিল্ডার জন্টি রোডসকে। অত্যন্ত কঠিন একটি ক্যাচকে যেভাবে বাজপাখির মতন উড়ে গিযে ছোঁ মেরে তালুবন্দি করলেন তা এককথায় অনবদ্য। মিড অনে ফিল্ডিং করছিলেন জেমিম। সেই সময়েই এমন এক অনবদ্য ক্যাচ তালুবন্দি করেন তিনি। চলতি টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে থাকা মুম্বইয়ের ক্যারিবিয়ান ওপেনার হেইলি ম্যাথুজকে প্যাভিলিয়নে ফেরান তিনি।

আরও পড়ুন… WPL Points Table: গুজরাটের পাশাপাশি বিদায় RCB-র, মুম্বইয়ের হারে জমে ক্ষীর লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ফাইনালে ওঠার লড়াই

এ দিন প্রথমে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স দল। তাদের ইনিংসের ৩.৩ ওভারে ঘটে ঘটনাটি। ততক্ষণে দুটি উইকেট হারিয়ে ফেলেছে মুম্বই। তাঁদের স্কোর তখন দুই উইকেটে ১০ রান। ভারতীয় সিনিয়র দলের পেসার শিখা পান্ডে তখন বোলিং করছিলেন। ওই ওভারের তৃতীয় বলটি শিখা মিডল-লেগ স্ট্যাম্প লাইনে বল করেন। সেই বলকেই মিড অনের উপর দিয়ে তুলে মারতে যান হেইলি। বল তাঁর ব্যাটের নীচের দিকে লেগে দ্রুত বাউন্ডারির দিকে এগিয়ে যাচ্ছিল। মিড অন এবং মিড উইকেটের প্রায় মাঝের অঞ্চল দিয়ে শূন্যে থাকা বল প্রায় বেরিয়ে যাচ্ছিল। এই সময়েই মিড অনে থাকা জেমিমা তাঁর ডান দিকে ঝাঁপিয়ে পড়ে মাটির একটু উপর থেকে একহাতে তালুবন্দি করেন ম্যাথুজের ক্যাচ। ক্যাচ ধরার পড়েই একগাল হাসি মুখে ব্রডকাস্টারদের ক্যামেরাবন্দি হন জেমিমা। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

এ দিন প্রথমে ব্যাট করে মুম্বই মাত্র ১০৯ রান করে আট উইকেটের বিনিময়ে। জবাবে ম্যাচে ১১ ওভার বাকি থাকতে হাতে নয় উইকেট নিয়ে বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে দিল্লি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন