বাংলা নিউজ > ময়দান > ফিরে দেখা ভিডিয়ো: কলকাতার হোমের শিশুদের জন্য সান্তা সেজেছিলেন কোহলি

ফিরে দেখা ভিডিয়ো: কলকাতার হোমের শিশুদের জন্য সান্তা সেজেছিলেন কোহলি

দেখুন তো চিনতে পারেন কিনা (ছবি:টুইটার)

আসুন আজ বড়দিনে বিরাটের পুরানো একটা ভিডিয়ো দেখে নেওয়া যাক, যেখানে কোহলি সান্তা সেজে কলকাতার একটি হোমে গিয়েছিলেন। সেখানকার শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন।

ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি বারবার নিজের বড় মনের পরিচয় দিয়েছিলেন। বারবার কোহলির বিরাট হৃদয়ের আভাস পাওয়া যায়। যখন বিশ্বের প্রায় সকলেই নিজেদের পরিবার ও প্রিয়জনের সঙ্গে বড়দিন উদযাপন করে তখন বিরাট কী করেন সেটা কলকাতার মানুষ ভালো করেই জানে। আসুন আজ বড়দিনে বিরাটের পুরানো একটা ভিডিয়ো দেখে নেওয়া যাক, যেখানে কোহলি সান্তা সেজে কলকাতার একটি হোমে গিয়েছিলেন। সেখানকার শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন।

ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। যখন কলকাতায় এসেছিলেন বিরাট কোহলি। সেই সময় কোহলির একটি ভিডিয়ো পোস্ট করেছিল স্টার স্পোর্টস। যেখানে দেখা যাচ্ছে বিরাট সান্তা ক্লজ সেজে কলতাকার একটি হোমে শিশুদের সঙ্গে সময় কাটান। মুখে সাদা দাঁড়ি পড়ে, মোটা পেট করে সান্তার গলা করতে করতে হোমে উপস্থিত হয়েছিলেন বিরাট। এরপর শিশুদের জন্য নানা উপহার দেন।

তবে কোহলির সেদিনের সবথেকে বড় উপহার ছিল যখন তিনি নিজের আসল রুপে সকলের সামনে আসেন। যা দেখে শিশুরা নিজেদের খুশি ধরে রাখতে পারেনি। সকলের মুখে হাসি ফুটে উটেছিল। এই ঘটনার পরে বিরাটের বড় মনের পরিচয় আবারও সকলের সামনে উঠে আসে। বিরাটও সেই দিনটা দারুণ ভাবে উপভোগ করেছিলেন। আরও একবার দেখে নিন সেই দিনের সেই ঘটনা। দু বছর আগেকার সেই ভিডিয়ো আবারও ভাইরাল হচ্ছে। বিরাটকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।

বন্ধ করুন